টিকটক ভিডিও বানানোর সফটওয়্যার

  

টিক টক এ ভিডিও বানানোর জন্য একটি টিকটক ভিডিও বানানোর সফটওয়্যার প্রয়োজন। সেজন্য আপনাকে প্রথমে একটিভ টিক টক সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল দিতে হবে। এবার সফটওয়্যার টি ওপেন করে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। 

অ্যাকাউন্ট তৈরি করতে সফটওয়ারের স্ক্রিনে নিচে ডান দিকে প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। এরপর ফেসবুক, গুগল, টুইটার, ইনস্টাগ্রাম একাউন্ট ব্যবহার করে কিংবা ইমেইল বা ফোন নাম্বার ব্যবহার করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে।

সূচিপত্রঃ টিকটক ভিডিও বানানোর সফটওয়্যার

টিকটক ভিডিও বানানোর সফটওয়্যার মানে কি?

টিকটক ভিডিও বানানোর সফটওয়্যার বর্তমান সময়ে প্রতিযোগিতায় একটু বেশি। তাই আপনি যদি টিকটকে ভাইরাল হতে চান, কিংবা টিকটকের ভালো কিছু করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে। যেমন ভালো কোয়ালিটির ভিডিও শুট এবং ভালো কোয়ালিটির এডিট করা। তাছাড়া কনটেস্ট কোয়ালিটি যথেষ্ট ভাল হতে হবে। এই সবগুলো সমস্যার সমাধানের জন্য আজকে আমাদের এই ব্লগ। এখানে জানতে পারবেন টিকটক ভিডিও বানানোর সফটওয়্যার গুলো, এবং কোন কোন সফটওয়্যার দিয়ে টিক টক ভিডিও ভালো বানানো যায়।

প্রথমত এখানে উল্লেখ আছে যে টিকটক দিয়ে ভিডিও বানানোর সফটওয়্যার। টিকটক ভিডিও বানানোর সফটওয়্যার দুই রকমের মনে হয়। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে, আমি টাইটেল দিয়েছি টিকটক ভিডিও বানানোর সফটওয়্যার। আসলেই কি সফটওয়্যার দিয়ে টিক টক ভিডিও বানানো যায়? উত্তর হবে হ্যাঁ।

আরো পড়ুনঃ ১৫ টি বিয়ের ভিডিও এডিটিং সফটওয়্যার

আর আরেকটা হলো টিকটকের জন্য আপনার ক্যামেরা দিয়ে শর্ট করা ভিডিও গুলো এডিট করার সফটওয়্যার। তাই প্রথমেই আলোচনা করব টিকটক ভিডিও বানানোর সফটওয়্যার নিয়ে। আমরা টিকটক এ গেলেই দেখতে পাই যে, অনেকে অনেকগুলো ছবির সাহায্যে একটা ভিডিও তৈরি করে ফেলেন, এবং সেটাই খুব ভাইরাল হয়।  আপনাদেরকে বলছি টিকটক ভিডিও যে ভাইরাল হয়েছে তার পেছনে একটা কারণ হলো, হয়তো তার আইডিটি খুবই প্রফেশনাল।

তারপর দেখতে গেলে দেখা যায় যে, তার ভিডিও এডিট করা খুবই সুন্দর হয়েছে। কিন্তু সে কোন অ্যাপটা দিয়ে টিকটক ভিডিও বানায় তা কিন্তু আমরা অনেকেই জানি না। তবে আজকে আপনাদেরকে সে টি জানিয়ে দিব। সবগুলো সফটওয়্যার সাধারণত এডিটর সফটওয়্যার হয়। যেখানে কিছু ফটো নিয়ে একটা ভিডিও তৈরি করা হয়। তবে আপনি তা টিকটকে ও পারবেন।

টিকটক ভিডিও বানানোর সফটওয়্যার হিসেবে টিকটক অ্যাপ কেমন?

আপনি যখনই একটা ভিডিও তৈরি করতে যাবেন, তখনই আপনার প্রয়োজন ভিডিওতে ফিল্টার এবং কয়েকটি ভিএফএক্স। যার সাহায্যে আপনার ভিডিওগুলো দেখতে চমৎকার লাগবে। আপনি যেহেতু টিকটকেই ভিডিও আপলোড করবেন, সেহেতু আপনি যখনই টিকটক এ যাবেন, সেখানে একটা + চিহ্ন থাকবে। সেই প্লাস চিহ্নতে ক্লিক করার পর অনেক এডিট অপশন আসবে। এই চিহ্নটা হচ্ছে টিকটক এ ভিডিও তৈরি করার পর এডিট করার অপশন।

এটা কেমন তা বলতে গেলে আপনি এখানে অনেক ফিল্টারিং পাবেন। এবং যেহেতু টিক টক অ্যাপ এর ভিতরে সবকিছুই তাই ঝামেলাটা একটু কম। তাছাড়া বিভিন্ন সময় বিভিন্ন লাইফ ফিল্টার ও থাকে এর মধ্যে। শুধু ফিল্টারিং নয়, এখানে পাবেন ভিডিও এডিট করার জন্য যাবতীয় টুলস। তাই আপনি যদি কম ঝামেলার মধ্যে ভিডিও এডিট করতে চান তবে টিকটক অ্যাপ এর ভিতরে এডিট করুন। এখানে যেমন ঝামেলা কম মনে হয়, তবে কিছুটা ঝামেলার ই আছে। আবার এখানে আপনি ফটো দিয়ে যেভাবে টিকটক ভিডিও বানাতে চান সেভাবেই বানাতে পারবেন না। বা পারলেও যথেষ্ট ঝামেলা আছে।

টিকটক ভিডিও বানানোর সফটওয়্যার কোনটি?

যেহেতু ফটো দিয়ে স্লাইড করে ভিডিও এডিট করবেন, সেহেতু একটা ফটো এডিটর অ্যাপ হলেই চলবে। তবে ফটো এডিট এর পাশাপাশি ফটো স্লাইডার ও লাগবে। ফটো এডিটর এর কথা বললাম এই জন্য যে, আপনি যেই ফটো দিয়ে টিকটক ভিডিও বানাবেন সেই ফটোতে যদি এডিট করার প্রয়োজন হয় তখন ফটো এডিটর দিয়ে এডিট করে নিবেন। যেমন, আপনার ফটোতে একটা লেখা লিখবেন, বা একটা লেখা এড করবেন তখন ফটো এডিটর এর প্রয়োজন আছে।

আরো পড়ুনঃ ১৫টি গান রেকর্ড করার সফটওয়্যার

সেজন্য এখানে আপনার দুইটাই অ্যাপ লাগবে। এখন অ্যাপ গুলো পাবেন কোথায়? এর উত্তরে আমি বলব আপনি গুগল প্লে স্টোরে গিয়ে ফটো এডিটর লিখে সার্চ করলে অসংখ্য পেয়ে যাবেন। মনে রাখবেন যে, আপনার ভিডিওর কোয়ালিটি যত ভালো হবে, আপনি ততোই ভাইরাল হতে পারবেন। আর ভিডিও ভাইরাল করতে চাইলে টিকটক ভিডিও ভাইরাল করার সঠিক উপায় জানতে হবে। তবেই আপনার টিকটকে ব্যয় করার সময় কাজে লাগবে বা সার্থক হবে।

টিকটক ভিডিও বানানোর সফটওয়্যার এডিটিং

আর আপনি যদি টিকটক অ্যাপ ছাড়ায় ভালো মানের ভিডিও এডিট করতে চান তবে, এখনকার সময়ে সেরা কিছু টিকটক ভিডিও এডিটর সফটওয়্যার আছে। যেগুলোর মাধ্যমে আপনার ভিডিওকে করে তুলতে পারে আকর্ষণীয়। এবং টিকটক অ্যাপ ছাড়াই ভিডিও গুলো অনেক সুন্দর করে এডিট করা যায়। এমনকি সেখানে শুধু টিকটকের ভিডিও নয়, অন্যান্য ভিডিও এডিট ও করতে পারবেন। যেমন- ইউটিউব। চলুন টিকটক ভিডিও বানানোর সফটওয়্যার গুলো জেনে নিই।

টিকটক ভিডিও বানানোর সফটওয়্যার (capcut)

ভিডিওতে অনেক বেশি ফিল্টার সহ বেশকিছু ইফেক্ট নিয়ে দারুন একটা ভিডিও তৈরি করতে পারবেন। আপনি টিকটকের নতুন ইউজারদের দেখতে পাবেন যে, তারার দারুণভাবে ভিডিও এডিট করে সহজেই ভাইরাল হয়। তাই  আপনি capcut ডাউনলোড করে নিবেন। এটা প্রায় ফ্রি তবে কিছু ক্ষেত্রে এডভান্স অপশন গুলো তে টাকা লাগে। আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন, তবে আপনি ফ্রি গুলো ব্যবহার করে দেখতে পারেন। আপনার জন্য ভালো কিছু হবে।

এখানে আপনারা ভিডিও এডিট করার পর দেখতে পাবেন যে, শেষে একটা ওয়াটারমার্ক আছে। মানে capcut একাট লেখা থাকবে। এটা রিমুভ করে দিবেন। রিমুভ করার জন্য প্রথমে এডিট করার সময় এই ভিডিওটির শেষে যাবে এবং ডিলেট বা capcut  লেখা টি রিমুভ করার অপশন পাবেন। ওয়াটারমার্ক রিমুভ করলে ভিডিওটি অনেক সুন্দর লাগবে।

টিকটক ভিডিও বানানোর সফটওয়্যার (Alight Motion)

টিকটক ভিডিও এডিটর হিসেবে আরেকটি দারুন অ্যাপ হলো Alight Motion। সেরা সব দারুন ফিচার নিয়ে ক্যাপকাটের পরেই এলাইট মোশন খুবই জনপ্রিয়। আমি আপনাদের যে অ্যাপ গুলোর কথা বলছি, এগুলো সাধারণত আমার আশেপাশের টিকটক ভিডিও এডিটরদের থেকেই জেনে নেওয়া। তাই আপনি একবার ব্যবহার করে দেখতে পারেন। আর যদি আরও অ্যাপ সম্পর্কে জানতে চান তবে কমেন্ট করে জানাবেন। এলাইট মোশন কিছুটা ক্যাপকাটের মত। আর এই যে অ্যাপ গুলোর কথা বলছি সেগুলো আগে একটু দেখে নিবেন।

আরো পড়ুনঃ ৬টি সেরা বাংলা ভয়েস টাইপিং কীবোর্ড সফটওয়্যার

যেমন কোন ফিল্টার কেমন, কোন ইফেক্ট দেখতে কি রকম। আজকের ব্লগকে বেশি বড় হয়ে যাওয়ার কারণে প্রিভিউ দেখাতে পারলাম না। আপনাদের যদি কোন কিছু জানার বা বুঝার থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা সেখানে আপনার উত্তরটি দিয়ে দেবো।

শেষ কথাঃ টিকটক ভিডিও বানানোর সফটওয়্যার

আপনি যদি টিক টক ভিডিও বানানোর সফটওয়্যার সম্পর্কে জানতে চান তাহলে পুরো পোস্টটি পড়ুন। টিকটক ভিডিও বানানোর সফটওয়্যার কিভাবে কাজ করে তার সমস্ত কিছু বিস্তারিত জানতে চান তাহলে আপনাকে পুরো আর্টিকেলটি ভালোভাবে পড়তে হবে। আপনি পুরো আর্টিকেলটি ভালোভাবে পড়লে আশাকরছি ছবি দিয়ে ভিডিও বানানোর সফটওয়্যার সম্পর্কে সাধারণ ভাষায় সবকিছু বুঝে নিতে পারবেন।

আজ আর নয়, টিকটক ভিডিও বানানোর সফটওয়্যার এই বিষয়ে আপনার যদি কোন কিছু জানার থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আশা করছি আমরা সেখানে আপনার উত্তর দিয়ে দেবো। তাহলে আমাদের আজকের এই টিকটক ভিডিও বানানোর সফটওয়্যার যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আপনার ফেসবুক ইনস্টাগ্রাম প্রোফাইলে আমাদের পোস্টটি শেয়ার করতে পারেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url