শুকরানা নামাজের নিয়ত - নফল নামাজের নিয়ত
তাহলে চলুন দেরি না করে জেনে নেই, শুকরানা নামাজের নিয়ত, শুকরিয়া আদায় করার ফজিলত এবং নফল নামাজের নিয়ত সম্পর্কে।
সূচিপত্রঃ শুকরানা নামাজের নিয়ত - নফল নামাজের নিয়ত
- শুকরানা নামাজের নিয়ত
- নফল নামাজের নিয়ত
- আল্লাহর কাছে শুকরিয়া আদায়ের নিয়ম
- আল্লাহর শুকরিয়া আদায় করার দোয়া
- শুকরিয়া আদায় করার ফজিলত
- শেষ কথাঃ শুকরানা নামাজের নিয়ত - নফল নামাজের নিয়ত
শুকরানা নামাজের নিয়ত| শুকরিয়া সিজদার নিয়ম
শুকরানা শব্দটি নির্গত হয়েছে আরবি শব্দ হচ্ছে শোকর থেকে। এর আভিধানিক অর্থ হচ্ছে কৃতজ্ঞতা। ইসলামী পরিভাষায় সুখ বা আনন্দের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাকে বলা হয় শোকর। একাধিক হাদিসের রাসূল সাঃ শুকরিয়া সিজদার নিয়ম অনুসারে সেজদায় শুকরিয়া আদায় করার কথা বলেছেন। তবে এই সিজদার উদ্দেশ্য হচ্ছে দুই রাকাত নামাজ পড়া, যাকে বলা হয় সালাতুশ শোকর বা সেজদার নামাজ। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর বর্ণনা অনুযায়ী, সিজদায়ে শোকর বাক্যটির মধ্যে সেজদা দ্বারা রূপক অর্থে বোঝানো হয়েছে নামাজকে।
কিন্তু গ্রহণযোগ্যতা ফাতাওয়া অনুসারে শুকরিয়া সিজদার নিয়ম অনুযায়ী অজু করে কেবলামুখী হয়ে শুকরানা নামাজের নিয়ত করে সেজদা দেওয়ার মাধ্যমে শুকরিয়া আদায় করা হয়। সুতরাং কোন মমিন বান্দা যদি দু রাকাত নফল নামাজের মাধ্যমে শুকরিয়া আদায় করে তাহলে তাকে সালাতুস শোকর বলবে। আর যদি একটা সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করে থাকে তখন তাকে বলবে সেজদায়ে শোকর। এই উভয় পদ্ধতিতেই আল্লাহর নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করা হবে।
আরো পড়ুনঃ মসজিদে দান করার ফজিলত
শুকরিয়া সিজদার নিয়ম হচ্ছে এর সংখ্যা নির্দিষ্ট না কিন্তু দুই রাকাতের কম না। শুকরানা নামাজের নিয়ত হচ্ছে, " রাব্বি আউজিনি আনা-আশকুরা নিমাতাকাল্লাতি আন আমতা আলাইয়্যা ওয়া আলা ওয়া-লিদাইয়্যা ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদ খিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকাস সালিহীন"। অতএব মুমিন মুসলমানের উচিত, যেকোনো হাসি খুশির সংবাদে মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায়ের জন্য সিজদায় লুটিয়ে পড়া।
নফল নামাজের নিয়ত
নফল নামাজ হচ্ছে ফরজ নামাজের পরে পড়তে হয়। দুই রাকাত করে নফল নামাজ আদায় করতে হয়। আপনার ইচ্ছামত যত খুশি তত নফল নামাজ পড়তে পারবেন। তবে নিষিদ্ধ সময় ব্যতীত যেকোনো সময়ে পড়তে পারবেন। অজু করে পাক পবিত্র হয়ে নামাজে দাঁড়িয়ে দুই রাকাত নফল নামাজের জন্য নিয়ত করতে হবে। নফল নামাজের নিয়ত হচ্ছে-
আরবী উচ্চারণঃ نويت ان اشلي لله تعالى ركعتي صلاتي نوفلي متوجهها الى جهه القاره شرفه الله اكبر
বাংলা উচ্চারণঃ নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তায়ালা রাকাতে সালাতিল নফলি মুতাওয়াজ জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।
বাংলা অর্থঃ আমি কিবলামুখী হয়ে আল্লাহর উদ্দেশ্যে দুই রাকাত নফল নামাজ আদায় করার নিয়ত করিলাম। আল্লাহু আকবার।
আল্লাহর কাছে শুকরিয়া আদায়ের নিয়ম| শুকরিয়া আলহামদুলিল্লাহ
আল্লাহর অসীম নিয়ামত। তা গণনা করা বান্দার পক্ষে সম্ভব না। সেসব নেয়ামতের শোকর আদায়ের আবার সময়সীমার ও অন্ত নেই। দুনিয়ার সংক্ষিপ্ত জীবনে বান্দার আল্লাহর অশেষ নেয়ামতের শুকরিয়া পরিপূর্ণভাবে আদায় করা অসম্ভব। তারপরও আল্লাহর নিয়ামতের শুকরিয়া বান্দাকে আদায় করে যেতেই হবে। আল্লাহর প্রদত্ত নেয়ামতের প্রতি বান্দা কখনো অকৃতজ্ঞতা হতে পারবেনা। এটাই হচ্ছে সৃষ্টিকর্তার বিধান।
আরো পড়ুনঃ ওমরা হজ প্যাকেজ ২০২২
আল্লাহ তাআলা এই মর্মে বলেছেন, আমাকে তোমরা স্মরণ করো, তাহলে তোমাদেরকেও আমি স্মরণ করব। আর আমার নেয়ামতের শুকরিয়া তোমরা আদায় করো, অকৃতজ্ঞতা করোনা আমার। (সূরা বাকারাঃ ১৫২)। তোমরা নামাজের মধ্যে হোক সিজদার মধ্যেও আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ বলা। শুকরিয়া আদায় করলে বান্দার রিজিকের বৃদ্ধি করে দেন আল্লাহ। তাই নেয়ামতের শুকরিয়া আদায় করা বান্দার কর্তব্য।
আল্লাহর শুকরিয়া আদায় করার দোয়া
এই দোয়াটি আল্লাহর বান্দেগী করতে পারার শুকরিয়া স্বরূপ পড়তে হয়। নবী রাসুল সাঃ প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরার পর আল্লাহর এবাদত বন্দেগী করতে পারার জন্য শুকরিয়া স্বরূপ ছন্দময় ও ছোট চমৎকার এই দোয়াটা পড়তে বলেছে। আল্লাহর শুকরিয়া আদায় করার দোয়াটি কি? রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুয়াজ রাঃ কে ওসিয়ত করেন যে, প্রতিটা নামাজের পর উত্তর দোয়াটি যেন পাশ করেন। দোয়াটি হচ্ছে-
আরবি উচ্চারণঃ اللهم اعيني على ذكرك وشكرك وحشني عبادتك
বাংলা উচ্চারণঃ আল্লাহুম্মা আইন্নি আলা জিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক।
অর্থঃ হে আল্লাহ, আমাকে তুমি সাহায্য কর, যেন আমি স্মরণ করতে পারি তোমাকে, তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি এবং তোমার ইবাদাত বন্দেগি ভালোভাবে করতে পারি। (মুসনাদে আহমদ, নাসাঈ, আবু দাউদ, মিশকাত)
সুতরাং প্রত্যেক উম্মতে মুসলিমার উচিত প্রতিটা নামাজের পর গ্রহণযোগ্য ইবাদত বন্দেগী করার তৌফিক কামনায় নামাজের পরপরই এ দোয়ার মাধ্যমে সাহায্য জেনে নেওয়া। সবাইকে দোয়াটির মাধ্যমে আল্লাহ তা'আলা ইবাদত করতে পারার শুকরিয়া আদায় ও উত্তম ইবাদাত বন্দেগীর তৌফিক দান করুন।
শুকরিয়া আদায় করার ফজিলত
আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহর কাছে বান্দার আবেদন ছাড়াই মহামূল্যবান জীবন, হাত-পা, জিহ্বা, মুখ, চোখ, কান, নাক, প্রখর মেধা ও তীক্ষ্ণ জ্ঞান-বুদ্ধি সহ অসংখ্য নেয়ামত লাভ করিয়াছেন। সুন্দর এই পৃথিবীতে বসবাসের উপযুক্ত পরিবেশ, পানি, বাতাস, আলো ও প্রয়োজনীয় অসংখ্য নেয়ামত লাভ করেছেন। যার জন্য মানুষের কাছে আল্লাহ তায়ালা কোন কিছুই চাইনি। শুধুমাত্র তার শুকরিয়া আদায় করা ছাড়া।
সুতরাং আল্লাহ তায়ালার এই অগণিত অসংখ্য নিয়ামত ভোগ করার পরিবর্তে শুধুমাত্র তার কৃতজ্ঞতা বা শুকরিয়া আদায় যথেষ্ট। কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য আল্লাহ তাআলা সবচাইতে বেশি সন্তুষ্ট হন। সেজন্য মানুষকে আল্লাহ তাআলার অসংখ্য নেয়ামতের শুকরিয়া আদায় করার কথা কুরআনের বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। তার মধ্যে কিছু তুলে ধরা হয়েছে-
তোমাদের পালনকর্তা যখন ঘোষণা করলেন যে, যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো, তাহলে তোমাদেরকে আমি আরো দেব। আর যদি অকৃতজ্ঞ হও তাহলে নিশ্চয়ই আমার শাস্তি হবে কঠোর। (সূরা ইব্রাহীম, আয়াতঃ ৭)
লোকমান কে আমি এই মর্মে প্রজ্ঞা দান করেছি যে, আল্লাহর প্রতি তোমরা কৃতজ্ঞ হও। যে কৃতজ্ঞ হলো, কেবল সে তো তার নিজের কল্যাণের জন্যই কৃতজ্ঞ হলো। আর যে অকৃতজ্ঞ হয়ে থাকে, আল্লাহ প্রশংসিত, অভাবমুক্ত। (সূরা লোকমান, আয়াতঃ ১২)
আরো পড়ুনঃ বিসমিল্লাহ অর্থ কি
অতএব, তোমাদেরকে যেসব হালাল এবং পবিত্র বস্তু আল্লাহ তা'আলা দিয়েছেন, তোমরা সেটা আহার করো এবং কৃতজ্ঞতা প্রকাশ করো আল্লাহর অনুগ্রহের জন্য। তোমরা যদি তারই ইবাদতকারী হয়ে থাকো। (সূরা নাহল, আয়াতঃ ১১৪)
অর্থাৎ এই কথা স্মরণযোগ্য যে, যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া বান্দা আদায় করে থাকে এবং আল্লাহর অবাধ্য কাজ থেকে বিরত থেকে থাকে তাহলে আল্লাহ তা'আলা বান্দার প্রত্যেকটা নিয়ামত আরো বাড়িয়ে দেয়ার অঙ্গীকার করেছেন।
শেষ কথাঃ শুকরানা নামাজের নিয়ত - নফল নামাজের নিয়ত
শুকরানা নামাজের নিয়ত এবং নফল নামাজের নিয়ত সম্পর্কে জানতে হলে আমাদের পুরো পোষ্টটি পড়ুন। শুকরানা নামাজের নিয়ত এবং নফল নামাজের নিয়ত সম্পর্কে সবার আগে জানতে হলে আমাদের সাথেই থাকুন। শুকরানা নামাজের নিয়ত এবং নফল নামাজের নিয়ত সম্পর্কে জানতে হলে আমাদের পুরো পোস্টটি ভালোভাবে পড়ুন, আশা করি সবকিছু ভালোভাবে বুঝতে পারবেন।
আজ আর নয়, শুকরানা নামাজের নিয়ত এবং নফল নামাজের নিয়ত সম্পর্কে আপনার কোন কিছু জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আশা করি আমরা আপনার উত্তরটি দিয়ে দেবো। তাহলে আমাদের আজকের এই শুকরানা নামাজের নিয়ত এবং নফল নামাজের নিয়ত সম্পর্কে পোস্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনার ফেসবুক ইন্সটাগ্রাম প্রোফাইলে আমাদের পোস্টটি শেয়ার করতে পারেন। ধন্যবাদ। ২৩৭৬৬
