ঘরে প্রবেশ এবং বাহির হওয়ার দোয়া

ঘর প্রবেশ এবং বাহির হওয়ার দোয়া সম্পর্কে অনেকেরই জেলে থাকা দরকার। প্রয়োজনের তাগিদে মানুষ ঘর থেকে বের হয় এবং প্রয়োজন শেষ হলে ঘরে প্রবেশ করে। সে ক্ষেত্রে প্রত্যেকেরই ঘরে প্রবেশ এবং বাহির হওয়ার দোয়া জেনে থাকা উচিত। আজকে আর্টিকেলে আমরা ঘরে প্রবেশ এবং বাহির হওয়ার দোয়া সম্পর্কে আলোচনা করব।

তাহলে চলুন জেনে নেওয়া যাক ঘরে প্রবেশ এবং বাহির হওয়ার দোয়া সম্পর্কে।

সূচিপত্রঃ ঘরে প্রবেশ এবং বাহির হওয়ার দোয়া

  • ঘরে প্রবেশ এবং বাহির হওয়ার দোয়া
  • ঘর থেকে বাহির হওয়ার সুন্নত
  • উপসংহারঃ ঘরে প্রবেশ এবং বাহির হওয়ার দোয়া

ঘরে প্রবেশ এবং বাহির হওয়ার দোয়া

প্রতিটা মুসলমানের ইবাদতের অন্তর্ভুক্ত হয় যদি তারা ইসলাম অনুযায়ী কাজ করে থাকে। আপনি যদি ঘর থেকে বার হবার সময় এবং ঘরে প্রবেশ করার সময় ঘরে প্রবেশ এবং বাহির হওয়ার দোয়া পড়েন তাহলে আপনি অনেক সওয়াবের অধিকারী হবেন। নীচের ঘরে প্রবেশ এবং বাহির হওয়ার দোয়া বাংলা এবং আরবি তে দেয়া হল। ইসলামী শরীয়ত অনুসারে এই দোয়া পাঠ করলে এটাও আপনার ইবাদতের একটা অংশ হয়ে যাবে।

আরো পড়ুনঃ  নাইট ক্রিম কোনটা ভালো | নাইট ক্রিম ব্যবহারের নিয়ম | ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম

সে ক্ষেত্রে আমাদের সবার উচিত ইসলামের সব বিধি-বিধান পুঙ্খানুপুঙ্খ ভাবে মেনে চলার চেষ্টা করা। সেই সাথে আপনি যদি ইসলামের সব বিষয় গুলো ঠিকভাবে মেনে চলতে চান তবে আপনাকে অবশ্যই ঘরে প্রবেশ এবং বাহির হওয়ার দোয়া বাংলা এবং আরবি সম্পর্কে জানতে হবে। ঘর থেকে বাহির হবার সুন্নত এবং ঘর থেকে বাহির হবার দোয়া বাংলা এবং আরবি তে জানতে হলে আমাদের পুরো আর্টিকেলটি পড়তে থাকুন।

ঘরে প্রবেশ এবং বাহির হওয়ার দোয়া বাংলা এবং আরবি তে নিচে তুলে ধরা হয়েছে-

ঘরে প্রবেশের দোয়া আরবিতেঃ

ا اللهم اني اسالك خير مولدي وخيل ما كردي بسم الله و بسم الله خرجنا وعلى الله ربنا توكلنا

বাংলা উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরুল মাওলাজি, ওয়া খাইরাল মাখরাজি, বিসমিল্লাহি ওয়ালাজনা,ওয়া বিসমিল্লাহি খারাজনা; ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াককালনা।

বাংলা অর্থঃ হে আল্লাহ! আমি আপনার নিকট আগমন ও প্রস্থানের কল্যাণ চাই। আপনার নামে আমি প্রবেশ করি ও বের হয় এবং আমাদের রব আল্লাহর উপর ভরসা করি।

ঘরে প্রবেশ এবং বাহির হওয়ার দোয়া সম্পর্কে প্রখ্যাত সাহাবী আবু মালিক আল -আজ আরি (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন, ' কেউ যখন নিজ ঘরে প্রবেশ করবে সে যেন তখন এই নিম্নোক্ত দোয়া পরে। তারপর সে যেন তার পরিবারের সদস্যদের সালাম দেয়।' (আবু দাউদ, হাদিসঃ ৫০৯৬)

ফেসবুক স্টোরি ডাউনলোড করুন এক ক্লিকে

ঘর থেকে বাহির হওয়ার দোয়া

بسم الله توكلت على الله لا حول ولا قوه الا بالله

বাংলা উচ্চারণঃ বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি।

বাংলা অর্থঃ আল্লাহ তায়ালার নামে, আল্লাহ তাআলার উপরই আমি নির্ভর করলাম, আল্লাহ তায়ালার সাহায্য ছাড়া (মন্দে) বিরত থাকা ও কল্যান পাওয়ার শক্তি কারো নেই।

ঘরে প্রবেশ এবং বাহির হওয়ার দোয়া বাংলা এবং আরবি উপরে উল্লেখ করা হলো। এই বিষয়ে হাদিসে যা উল্লেখ রয়েছে তা নিম্নরূপ দেয়া হলো-

উম্মা সালামাহ (রাঃ) এর কাছ থেকে বর্ণিত, হযরত মুহাম্মদ (সাঃ) বাড়ি থেকে যখন বাহির হতে তখন দোয়া বলতেন, যার অর্থ-আমি আল্লাহর নাম নিয়ে, আল্লাহর উপর ভরসা করে বাহির হলাম। হে আল্লাহ! নিশ্চয়ই আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি, আমি ভ্রষ্ট হইবা আমাকে নষ্ট করা হয়, আমার পদস্খলন হয় বা আমাকে পদস্খলন করানো হয়, আমি অত্যাচারী হই বা অত্যাচারিত হয় অথবা আমায় মুর্খামি করি বা আমার প্রতি মুর্খামি করানো হয় এসব থেকে। (তিরমিজি ৩৪২৭, আবু দাউদ ৫০৯৪, ইবনে মাজাহ ৩৮৮৪, আহমদ ২৬০৭৬)

ঘর থেকে বাহির হওয়ার সুন্নত

ইসলামী শরীয়তে প্রতিটা ভালো কাজের জন্য আমাদের সওয়াব লেখা হয়। সে ক্ষেত্রে ঘর থেকে বাহির হওয়ার সুন্নত আছে। তাছাড়া আমাদের নবী রাসূল করীম (সাঃ) ঘর থেকে বাহির হওয়ার নির্দেশ সেগুলো হচ্ছে ঘর থেকে বাহির হওয়ার সুন্নত। ঘর থেকে বাহির হওয়ার সুন্নত গুলোর মধ্যে একটি অন্যতম সুন্নত হচ্ছে ঘরে প্রবেশ এবং বাহির হওয়ার দোয়া পাঠ করা। যখনই আপনি ঘর থেকে বার হন না কেন তখনই আপনার ঘর থেকে বাহির হওয়ার দোয়া পাঠ করা উচিত। কারণ, যদি আপনি এই আমলটি প্রতিনিয়ত করে থাকেন তাহলে আপনার এটি অভ্যাসে পরিণত হয়ে যাবে। সে ক্ষেত্রে পরবর্তীতে আপনি অবচেতনভাবেই এ দোয়াটি পাঠ করবেন, যা আপনার জন্য প্রভূত কল্যাণ বয়ে আনতে সাহায্য করবে।

এর কারণ হচ্ছে, ঘর থেকে বাহির হওয়ার দোয়া যেহেতু হাদীসে পাওয়া যায় সে ক্ষেত্রে আপনি এই দোয়াটি আপনি অবশ্যই পড়লে সওয়াবের অধিকারী হবেন। আপনি যখন প্রতিবার ঘর থেকে বাহির হওয়ার সময় এই দোয়াটি পাঠ করবেন, হিসাব করে দেখা যাবে এই আপনি শত শত বার পাঠ করছেন এবং আপনি অনেক সবের অধিকারী হয়ে যাচ্ছেন।

ঘর থেকে বাহির হবার আরেকটি সুন্নত হচ্ছে সালাম প্রদান করা। অর্থাৎ যেসকল পরিবার-পরিজন আপনার ঘরে রয়েছে তাদেরকে আপনি ঘর থেকে বের হওয়ার সময় সালাম দিয়ে খুবই উত্তম কাজ। তাই আমাদের সকলের চেষ্টা করা দরকার ঘর থেকে বাহির হওয়ার সময় সারা ঘরে থাকে তাদেরকে সালাম দিয়ে ঘর থেকে বাহির হওয়া।

ঘরে প্রবেশ করার দোয়া সম্পর্কে হাদিসে বর্ণনা রয়েছে। হাদিসে আছে, নবী করিম (সাঃ) বলেন, কেউ যখন ঘরে প্রবেশ করে তখন যেন সে এই দোয়াটি পড়ে " আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাল মাওলাজি ওয়া খাইরাল মাখরাজি, বিসমিল্লাহি ওয়া-লাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা, ওয়া আলাল্লাহি রাব্বিনা কালনা"। বাংলা অর্থঃ ' হে আল্লাহ! আমি আপনার কাছে প্রবেশ এবং বের হওয়ার কল্যান প্রার্থনা করছি। আল্লাহর নামে প্রবেশ করছি এবং তারই নামে বের হচ্ছি। আমরা আমাদের প্রতিপালক এর উপরেই ভরসা করছি।' এই দোয়াটি পাঠ করার পরে যেন সে তার ঘরের লোকদেরকে সালাম দিয়ে থাকে। (আবু দাউদঃ ৫০৯৬)

উপসংহারঃ ঘরে প্রবেশ এবং বাহির হওয়ার দোয়া

ঘরে প্রবেশ এবং বাহির হওয়ার দোয়া জানতে হলে আমাদের পুরো পোস্টটি পড়ুন। ঘরে প্রবেশ এবং বাহির হওয়ার দোয়া সবার আগে জানতে হলে আমাদের সাথেই থাকুন। ঘরে প্রবেশ এবং বাহির হওয়ার দোয়া কি তা জানতে আমাদের পুরো আর্টিকেলটি ভালভাবে পড়ুন। আশা করি সবকিছু ভালোভাবে বুঝতে পারবেন।

আজ আর নয়, ঘরে প্রবেশ এবং বাহির হওয়ার দোয়ার যদি আপনার কোন কিছু জানার থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ঘরে প্রবেশ এবং বাহির হওয়ার দোয়া সম্পর্কে সবাইকে জানানোর জন্য আমাদের পোস্টটি শেয়ার করতে পারেন। ঘরে প্রবেশ এবং বাহির হওয়ার দোয়া পোস্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম প্রোফাইল আমাদের পোস্টটি শেয়ার করতে পারেন। এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url