আখেরি চাহার সোম্বার দিন যা করতে হবে - আখেরী চাহার সোম্বার দিনের আমল

আখেরি চাহার সোম্বার দিন যা করতে হবে এবং আখেরী চাহার সোম্বার দিনের আমল সম্পর্কে আমাদের অনেকেরই অজানা রয়েছে। তাই আখেরি চাহার সোম্বার দিন যা করতে হবে এবং আখেরী চাহার সোম্বার দিনের আমল সম্পর্কে কিছু বর্ণনা তুলে ধরার চেষ্টা করেছি। আখেরি চাহার সোম্বার দিনের আমল করা যাবে কিনা এই ব্যাপারে আলেমদের মধ্যে অনেক মতানৈক্য আছে।

সে জন্য আজকের এই আর্টিকেলের আখেরি চাহার সোম্বার দিন যা করতে হবে এবং আখেরী চাহার সোম্বার দিনের আমল সম্পর্কে বর্ণনা করা হল।

সূচিপত্রঃ আখেরি চাহার সোম্বার দিন যা করতে হবে - আখেরী চাহার সোম্বার দিনের আমল

  • আখেরি চাহার সোম্বার দিন যা করতে হবে
  • ইসলাম অনুসারে আখেরি চাহার সোম্বার দিন যা করতে হবে 
  • আখেরী চাহার সোম্বার দিনের আমল
  • প্রচলিত কিছু বিদআত নিয়ে আখেরি চাহার সোম্বার দিনের আমল
  • উপসংহারঃ আখেরি চাহার সোম্বার দিন যা করতে হবে -আখেরি চাহার সোম্বার দিনের আমল

আখেরি চাহার সোম্বার দিন যা করতে হবে| আখেরী চাহার সোম্বার দিনের আমল

আখেরি চাহার সোম্বার দিন যা করতে হবে এ বিষয়ে বিভিন্ন গ্রন্থে বিভিন্ন ধরনের বিবরণ দেয়া আছে। তবে এই বিবরণ গুলো ইসলামসম্মত কতটুকু সেটা নিয়ে ইসলামিক স্কলারদের মাঝে বিভিন্ন ধরনের মতামত রয়েছে। কিছু কিছু গ্রন্থে আখেরি চাহার সোম্বার দিনের আমল সম্পর্কে কিছু বর্ণনা দেয়া হয়েছে। সে ক্ষেত্রে প্রায়ই অনেক আলেমের মতানুসারে এ ধরনের আমলগুলো হচ্ছে কুরআন-হাদীস পরিপন্থী এবং সম্পূর্ণ মনগড়া। কারণ হাদীস বা পবিত্র কোরআনে কোথাও আখেরি চাহার সোম্বার দিনের আমল সম্পর্কে সুস্পষ্ট কোনো ধরনের প্রমাণ নেই।

ইসলাম অনুসারে আখেরি চাহার সোম্বার দিন যা করতে হবে

যদি আপনি প্রকৃত মুসলমান হয়ে থাকেন তাহলে পবিত্র কোরআন এবং হাদীসে যেসব তথ্য আছে সবগুলোকে নির্দ্বিধায় মেনে নিতে হবে এবং সেটার উপরে আমল করা আপনার একান্ত কর্তব্য। যদি আপনি কোন আমল করতে চান সওয়াবের আশায় তবে সেটি পবিত্র কোরআন এবং হাদীস অনুসারে অবশ্যই প্রমাণিত হতে হবে। যদি কোন আমল পবিত্র কুরআন বা হাদীস সমূহের মধ্যে না থাকে তাহলে সে আমলটি মুসলিম হিসেবে করা বৈধ হবে না।

আরো পড়ুনঃ শবে কদর ২০২২

আপনি যদি সওয়াবের আশায় কোন ধরনের আমল করে থাকেন এবং সে আমলের কথা যদি পবিত্র কুরআন বা হাদীসের কোথাও না থাকে তাহলে আপনার সেই আমল সাওয়াব এর বিপরীতে সেখানে পাপ করা হবে। কারণ কোন ধরনের মনগড়া আমল মারাত্মক গুনাহের কাজ। এ বিষয়ে হযরত মুহাম্মদ (সাঃ) বলেন," নিশ্চয় আল্লাহর কিতাবে সর্বোত্তম বাণী রয়েছে। এবং সবগুলো আদর্শ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর। দ্বীনের মধ্যে নব উদ্ভাবিত বিষয় হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট। নব উদ্ভাবিত সবকিছুই দ্বীনের মধ্যে বিদআত। প্রতিটা বিদআত ভ্রষ্টতা, এবং প্রতিটা ভ্রষ্টতার পরিনাম হবে জাহান্নাম।"(মুসলিম, হাদিসঃ ১৫৩৫, নাসাইয়ী, হাদিসঃ ১৫৬০)

এখন প্রশ্ন হচ্ছে যে, আখেরি চাহার সোম্বার দিনের আমল আছে কি না? আখেরি চাহার সোম্বার দিন যা করতে হবে বা কোন কিছু করতে হবে কিনা? এই সকল প্রশ্নের উত্তরে আলেমগণ বলেন, আখেরি চাহার সোম্বার দিনের আমল সম্পর্কে যেহেতু হাদিস এবং কোরআনের কোন তথ্য নায়, সে ক্ষেত্রে আখেরি চাহার সোম্বার দিনের আমল বলতে কোন বিশেষ আমল নাই।

বিভিন্ন ধরনের আনন্দ-উৎসব বা আমল যারা করে থাকেন আখেরি চাহার সোম্বার দিনের আমল কে কেন্দ্র করে তারা সাধারণত নিজ নিজ মন গড়া মন্তব্য নেই এই সকল অনুষ্ঠান করে থাকে, তারা মূলত কোরআন এবং হাদিসকে কোনো তোয়াক্কাই মনে করে না। সে ক্ষেত্রে যদি আপনি আপনাকে বিভিন্ন বিদআত থেকে রক্ষা করতে চান তাহলে আখেরি চাহার সোম্বার এর কোন প্রকার অনুষ্ঠানে নিজেকে সংযুক্ত করবেন না। এমনকি আপনার আশেপাশের কেউ এ ধরণের অনুষ্ঠানে গেলে বাধা দিবেন।

আখেরি চাহার সোম্বার দিনের আমল

বাংলাদেশের কিছু প্রচলিত বই যেমন, মোকছেদুল মোমেনিন, বড় চান্দের খুতবা আখেরি চাহার সোম্বার দিনের আমল সম্পর্কে এই বইগুলোতে বিশদ বর্ণনা করা হয়েছে। তবে এই বর্ণনাগুলো কোন হাদীস বা পবিত্র কোরআনের কোথাও আছে বর্ণনা করা আছে কিনা সে সম্পর্কে কোন কিছু বিস্তারিতভাবে বলা হয়নি। তারা প্রমাণ ছাড়াই আখেরি চাহার সোম্বার দিনের আমল এর কথা তুলে ধরেছেন।

আরো পড়ুনঃ রমজানে কুরআন তিলাওয়াতের ফজিলত

তারা যেহেতু কোন প্রমাণ ছাড়াই আখেরি চাহার সোম্বার দিনের আমল উল্লেখ করেছেন সে ক্ষেত্রে আমরা এটাকে গ্রহণ করতে পারব না। কারন আমরা কোন ধরনের আমল করতে গেলে আমাদেরকে অবশ্যই দেখতে হবে সেটা পবিত্র কুরআন ও হাদীসে আছে কিনা। সুতরাং যেহেতু আখেরি চাহার সোম্বার দিনের আমল সম্পর্কে কোনো স্পষ্ট বর্ণনা নাই সে ক্ষেত্রে আখেরি চাহার সোম্বার দিনের আমল বলতে ও কিছু নেই।

প্রচলিত কিছু বিদআত নিয়ে আখেরি চাহার সোম্বার দিনের আমল

আখেরি চাহার সোম্বার দিন যা করতে হবে এসব বিষয়ে কিছু বিশেষ বিদআত প্রচলিত রয়েছে। আপনি যেন বেদাত গুলো দেখে চিনতে পারেন সে ক্ষেত্রে আখেরি চাহার সোম্বার দিন যা করতে হবে সেগুলো আপনার জেনে রাখা কর্তব্য। আখেরি চাহার সোম্বার দিন যা করতে হবে তা নিচে উল্লেখ করা হয়েছে-

বিশেষ নামাজ আদায় করাঃ অনেকেই আখেরি চাহার সোম্বার দিনের মাগরিবের নামাজের পর এক ধরনের বিশেষ নামাজ আদায় করে থাকে। এরকম নামাজ আদায় করা হচ্ছে বেদাত। নামাজ পড়া যদিও সওয়াবের কাজ, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইসলামের নিয়ম অনুযায়ী আদায় করতে হবে। ইসলামের নিয়মের বাইরে যদি আপনি কোন নামাজ আদায় করে থাকেন তাহলে সেই নামাজ পড়ে আপনি কখনোই সফলতা অর্জন করতে বা সওয়াবের অধিকারী হতে পারবেন না। এজন্য আখেরি চাহার সোম্বার দিন কোন ধরনের বিশেষ নামাজ আদায় করা থেকে বিরত থাকবেন।

আরো পড়ুনঃ রোজা রেখে চোখের ড্রপ

আনন্দ প্রকাশ করাঃ অনেক মানুষ রয়েছেন যারা ঈদের মতো আনন্দ প্রকাশ করে আখেরী চাহার সোম্বার দিনকে। কারণ তারা ভাবে রাসূলুল্লাহ (সা:) কে এই দিনে আল্লাহ সুস্থতা দান করেছিলেন। তাই তারা এটিকে আনন্দের দিন মনে করে।

সফর মাস কে অশুভ মনে করাঃ আখেরি চাহার সোম্বা যারা পালন করে তারা সফর মাসকে অশুভ ভেবে থাকে। তারা মনে করেন যে যেহেতু রাসূলুল্লাহ (সাঃ) এই মাসে অসুস্থ হয়ে ছিলেন সেক্ষেত্রে এই মাস টি অশুভ। অথচ ইসলামের কোন ভিত্তি যেখানে নেই। প্রতিটা মাস ই আল্লাহ তায়ালার সৃষ্টি সেক্ষেত্রে কোন মাসই অশুভ নয়।

উপসংহারঃ আখেরি চাহার সোম্বার দিন যা করতে হবে -আখেরি চাহার সোম্বার দিনের আমল

আখেরি চাহার সোম্বার দিন যা করতে হবে এবং আখেরী চাহার সোম্বার দিনের আমল সম্পর্কে ইতোমধ্যেই বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে। আখেরি চাহার সোম্বার দিন যা করতে হবে বা আখেরি চাহার সোম্বার দিনের আমল বা বিশেষ কোন আমল করা যাবে কিনা বা আখেরি চাহার সোম্বা বিশেষ কোন ধরনের আমল রয়েছে কিনা? 

আশাকরি ইতোমধ্যেই এ প্রশ্নগুলোর উত্তর পেয়েছেন।অর্থাৎ যেকোনো ধরনের আমল করার আগে অবশ্যই যাচাই-বাছাই করে এবং সেটা হাদিস এবং কুরআন দ্বারা প্রমাণিত কিনা তা জেনে নিতে হবে। যদি কোন আমল হাদিস এবং কুরআন দ্বারা প্রমাণিত হয় তাহলে সেটা নির্দ্বিধায় আমল করতে হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url