লাইলাতুল কদর কেমন প্রকৃতির রাত - কদরের রাত চেনার উপায়
আপনারা অনেকেই লায়লাতুল কদর কেমন প্রকৃতির রাত এবং কদরের রাত চেনার উপায় সম্পর্কে জানতে চান। যারা এ বিষয়ে জানতে চান তাদের জন্য আমাদের আজকের এই পোষ্ট টি। আজকে আমরা আলোচনা করব লাইলাতুল কদর কেমন প্রকৃতির রাত এবং কদরের রাত চেনার উপায় এ সম্পর্কে।
তাহলে চলুন দেরী না করে জেনে নেই, লাইলাতুল কদর কেমন প্রকৃতির রাত এবং কদরের রাত চেনার উপায় সম্পর্কে।
সূচিপত্রঃ লাইলাতুল কদর কেমন প্রকৃতির রাত - কদরের রাত চেনার উপায়
- লাইলাতুল কদর কেমন প্রকৃতির রাত
- কদরের রাত চেনার উপায়
- কদরের রাত্রি তালাশ করা
- লাইলাতুল কদরের রাত চেনার উপায়
- শবে কদর কোন দিন বা তারিখে আসে
- ২৭ রমজান রাতে কদর
- লাইলাতুল কদরের বিশেষ দোয়া
- শেষ কথাঃ লাইলাতুল কদর কেমন প্রকৃতির রাত এবং কদরের রাত চেনার উপায়
লাইলাতুল কদর কেমন প্রকৃতির রাত
লাইলাতুল কদর হচ্ছে একটি মর্যাদা পূণ্যময় রাত। রমজান মাসের একটি পবিত্র রাত হচ্ছে শবে কদরের রাত। কুরআনুল কারীমে মহিমান্বিত ও মর্যাদার এই রাতকে লাইলাতুল কদর হিসেবে বলা হয়েছে। সূরাতুল কদর নামে একটি স্বতন্ত্র সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন। পবিত্র রাতের ফজিলত ও বরকত এর বর্ণনা এই সূরায় তুলে ধরা হয়েছে। আল্লাহ তা'আলা এই সূরায় ঘোষণা করেন-
" নিশ্চয় আমি কদরের রাতে কুরআন অবতীর্ণ করেছি। আর কদরের রাত সম্পর্কে তুমি কি জানো? এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ হল শবে কদর। এতে প্রতিটা কাজের জন্যই ফেরেশতাগণ এবং রূহ অবতীর্ণ করা হয় তাদের পালনকর্তা আদেশক্রমে। শান্তিই শান্তি, যা ফজরের সূর্যাস্ত পর্যন্ত অব্যাহত থাকে।"(সূরা আল কদর)
আরো পড়ুনঃ শবে কদর ২০২২
এছাড়াও এ মর্যাদার রাত সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা রয়েছে কুরআনুল কারীমের অন্য একটি সূরায়। আল্লাহ তায়ালা বলেন-
শপথ হচ্ছে সুস্পষ্ট কিতাবের। এটা আমি নাযিল করেছি। একটা বরকত ময় রাতে, আমি নিশ্চয়ই সতর্ককারী। এ রাতে স্থিরকৃত হয় প্রতিটা প্রজ্ঞা পূর্ণ বিষয়(ফেরেশতাদের কাছে লওহে মাহফুজ থেকে) আমার দিক থেকে আদেশ ক্রমে আমি তা প্রেরণ করে থাকি। রহমত স্বরূপ আপনার পালনকর্তার কাছ থেকে। তিনি সর্বজ্ঞ এবং সর্বশ্রোতা। (সূরা দুখানঃ আয়াত ২-৬)
কদরের রাত চেনার উপায়
শবে কদর বা লাইলাতুল কদর হচ্ছে পবিত্র রমজানের সবচাইতে মহিমান্বিত রাত। বিশ্বের মুসলমানরা এই রাতকে অত্যন্ত গুরুত্বের সাথে পালন করে থাকেন। লাইলাতুল কদর এর সবচাইতে বড় বৈশিষ্ট্য হচ্ছে, এই রাতে মানব জাতির মুক্তির সনদ সব চাইতে বড় গ্রন্থ পবিত্র আল-কুরআন অবতীর্ণ হয়েছিলেন।
আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, ' নিশ্চয়ই আমি লাইলাতুল কদরে কোরআন নাযিল করেছি। তোমরা লাইলাতুল কদর সম্পর্কে জানো কি? লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়েও উত্তম এই রাত।' (সূরা কদর, আয়াত)
হাদীস শরীফে আছে, ' ঈমানের সাথে সওয়াবের আশায় যে ব্যক্তি কদরের রাতের ইবাদত করবে, তার আগের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে।' (মুসলিম, হাদিসঃ ৭৬০; বুখারী, হাদিসঃ ২০১৪)
আরো পড়ুনঃ লাইলাতুল কদর কি?
এছাড়াও লাইলাতুল কদরের রাত চেনার উপায় কিছু আলামত হাদীসে বর্ণিত রয়েছে। সেগুলো হলো -
- রমজান মাসের রাত টি, আর এই রাতের ফজিলত জারি থাকবে কেয়ামত পর্যন্ত।
- রমজান মাসের শেষ দশকে এই রাতটি। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ' রমজান মাসের শেষ দশ দিনে তোমরা কদরের রাতের তালাশ করো।' (সহি বুখারী)
- এই রাতটি রমজান মাসের বেজোড় রাতে হওয়ার সম্ভাবনাই বেশি। রাসূলুল্লাহ (সা.) তোমরা রমজানের শেষের দশ দিনের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদরের খোঁজ করো।
- রামজান মাসের 27 রাত লাইলাতুল কদর হবার সম্ভাবনাটাই সবচাইতে বেশি
- এই রাতে বৃষ্টি হতে পারে
কদরের রাত্রি তালাশ করা
সহি বুখারী শরিফের উদ্বৃত্ত এবং আয়েশা রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত হাদীসে উল্লেখ করা হয়েছে যে রাসূল সাল্লাম বলেন: রমজান মাসের শেষের দশদিনে যেকোনো বিজোড় রাতে তোমরা কদরের রাত্রি তালাশ করো। এই হাদীসে রাসূলুল্লাহ সাল্লাম উম্মতে মুহাম্মদীকে খুঁজে বের করার চেষ্টা এবং সাধনা করার নির্দেশ দিয়েছেন।
আরো পড়ুনঃ রোজা রেখে চোখে ড্রপ রোজা ভাঙবে কি
এই রাতটি খুঁজে বের করার জন্য প্রয়োজনীয় দেখা দিয়েছে কারণ কুরআন মাজীদ ও হাদিসে এই দাঁতের মর্যাদা এবং মহত্বের কথা ঘোষিত হয়েছে ঠিকই কিন্তু সে রাতটা কোন দিন সেটা নির্দিষ্ট করা হয়নি। যদি নির্দিষ্ট করে দেয়া হতো তাহলে কোনরকম দুশ্চিন্তার কারণ থাকত না। তাই খুঁজে বের করার জন্য কিছু সহজ হওয়ার লক্ষ দিক নির্দেশনা দেয়া হয়েছে।
লাইলাতুল কদরের রাত চেনার উপায়
লাইলাতুল কদরের রাত চেনার উপায় নিচে দেয়া হল -
- গভীর অন্ধকারে এই রাত ছেয়ে যাবে না
- মৃদুমন্দ বাতাস প্রবাহিত হবে
- নাতিশীতোষ্ণ হবে অর্থাৎ গরম শীতের তীব্রতা সে রকম থাকবে না
- এই রাতের ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত বেশি তৃপ্তি বোধ করবে
- সকালে হালকা আলোকরশ্মির সূর্যোদয় হবে
- এ রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে
শবে কদর কোন দিন বা তারিখে আসে
২৭ রমজান রাতে কদর
লাইলাতুল কদরের বিশেষ দোয়া
শেষ কথাঃ লাইলাতুল কদর কেমন প্রকৃতির রাত এবং কদরের রাত চেনার উপায়
লাইলাতুল কদর কেমন প্রকৃতির রাত এবং কদরের রাত চেনার উপায় সম্পর্কে জানতে হলে আমাদের পুরো পোস্টটি পড়ুন। লাইলাতুল কদর কেমন প্রকৃতির রাত এবং কদরের রাত চেনার উপায় সম্পর্কে সবার আগে জানতে হলে আমাদের সাথেই থাকুন। লাইলাতুল কদর কেমন প্রকৃতির রাত এবং কদরের রাত চেনার উপায় সম্পর্কে জানতে হলে আমাদের পুরো আর্টিকেলটি ভালভাবে পড়ুন, আশা করি সবকিছু ভালোভাবে বুঝতে পারবেন।
আজ আর নয়, লাইলাতুল কদর কেমন প্রকৃতির রাত এবং কদরের রাত চেনার উপায় সম্পর্কে আপনার কোন কিছু জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আশা করছি আপনার উত্তরটি দিয়ে দিব। তাহলে আমাদের আজকের এই লাইলাতুল কদর কেমন প্রকৃতির রাত এবং কদরের রাত চেনার উপায় পোস্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনার ফেসবুক ইনস্টাগ্রাম প্রোফাইল আমাদের পোস্টটি শেয়ার করতে পারেন। ধন্যবাদ।
