নবাব সিরাজউদ্দৌলা কোথায় বন্দি হন
সূচিপত্রঃ নবাব সিরাজউদ্দৌলা কোথায় বন্দি হন
- নবাব সিরাজউদ্দৌলা কোথায় বন্দি হন
- নবাব সিরাজউদ্দৌলার রাতে ছদ্মবেশে পালানো
- নবাব সিরাজউদ্দৌলার পরিবারের পরিণতি
- নবাব সিরাজউদ্দৌলার শেষ সময়
- শেষ কথাঃ নবাব সিরাজউদ্দৌলা কোথায় বন্দি হন
নবাব সিরাজউদ্দৌলা কোথায় বন্দি হন
আমাদের আজকের আর্টিকেলটি হচ্ছে নবাব সিরাজউদ্দৌলাকে নিয়ে। এ পর্যায়ে আমরা জানবো নবাব সিরাজউদ্দৌলা কোথায় বন্দি হন বা তাকে কোথায় বন্দী করে রাখা হয়েছিল সে বিষয়ে। নবাব সিরাজউদ্দৌলা ছিলেন বাংলা ও বিহারের সর্বশেষ স্বাধীন নবাব। তার মাধ্যমে একটা ফকিরের শাস্তি প্রাপ্ত হয়ে একটা কান হারিয়ে ফেলেছিল। সেই ফকিরের নাম ছিল শাহ দানা। সেই ক্ষোভে নবাবের লুকিয়ে থাকার খবর সেই ফকির সবাইকে জানিয়ে দেয়।
আরো পড়ুনঃ জাতীয় যুব দিবস কবে
এই খবরটি শুনে মীরজাফর যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেলেন। কেননা গোটা বাংলায় দিনরাত এক করে যার খোঁজ চলছে সেই নবাব সিরাজউদ্দৌলা এত কাছে রয়েছেন। খবর পাওয়া মাত্রই মীরজাফরের জামাই মীর কাসিম সশস্ত্র সৈন্যদের সাথে করে নিয়ে নদী পার করে গোটা এলাকা ঘিরে ফেললেন। তখন তারা এসে নবাব সিরাজউদ্দৌলাকে রাজধানী মুর্শিদাবাদের বন্দী করে পাঠিয়ে দেয়।
নবাব সিরাজউদ্দৌলার রাতে ছদ্মবেশে পালানো
আমরা এতক্ষন নবাব সিরাজউদ্দৌলা কোথায় বন্দি হন সে বিষয়ে জানলাম। এখন দেখব নবাব সিরাজউদ্দৌলার রাতে ছদ্মবেশে পালানোর বিষয় সম্পর্কে। নবাব সিরাজউদ্দৌলা রাত তিনটার সময় ছদ্মবেশে পালিয়ে গিয়েছিলেন। ক্লাইভ যখন লুটের ভাগ পাবার জন্য অপেক্ষা করছেন, মীরজাফরের ছেলে মিলন তখন গোটা বাংলায় রাজধানী থেকে পালিয়ে যাওয়া সিরাজউদ্দৌলাকে খুঁজে বেড়াচ্ছেন। সাধারণ মানুষের বেশি সিরাজউদ্দৌলা রাজধানী থেকে বেরিয়ে গেছিলেন।
আরো পড়ুনঃ ২৬ শে মার্চ কি দিবস?
তার সাথে ছিলেন কিছু বিশ্বাসভাজন আত্মীয়-স্বজন, আর ছিলেন কয়েকজন হিজড়া। তার স্ত্রী লুৎফুন্নেসা আর কয়েকজন ঘনিষ্ঠ কে রাত তিনটার সময় ঢাকা দেওয়া গাড়িতে বসালেন। নবাব সিরাজউদ্দৌলা সোনা যতটুকু সম্ভব তা নিয়ে প্রাসাদ ছেড়েছিলেন। ফারসি ভাষায় লেখা সিয়ারুল মুতাখিরী বইতে ইতিহাসবিদ সৈয়দ গোলাম হোসেন খান লিখেছিলেন। মুর্শিদাবাদ থেকে নবাব সিরাজউদ্দৌলা প্রথমে ভগবানগোলা গিয়েছিলেন। ২-১ দিন পর কয়েকবার বেশভূষা বদল করে রাজমহলের কাছে পৌঁছেছিলেন। তিন দিন ধরে কিছু না খাওয়ার কারণে তারা সবাই একটু বিরতি নিয়েছিলেন।
নবাব সিরাজউদ্দৌলার পরিবারের পরিণতি
নবাব সিরাজউদ্দৌলাকে যখন বন্দী করা হয়েছিল তখন তার সাথে ছিলেন তার স্ত্রী লুৎফুন্নেসা এবং চার বছরের কন্যা শিশু উম্মে জহুরা। তারপর নবাব কে মীরজাফরের আদেশে তার পুত্র মীরনের তত্ত্বাবধানে হত্যা করা হয়েছিল। নবাবের মৃত্যুর পরে তার স্ত্রী লুৎফুন্নেসা এবং শিশুকন্যা কে মীরনের নির্দেশে ঢাকাতে বন্দী করা হয়েছিল। নবাব সিরাজউদ্দৌলার পতন হবার আগ পর্যন্ত ঘর সিটি বেগমকে ষড়যন্ত্রকারীরা ব্যবহার করলেও পতনের পরে তাকে আর কোন ধরনের সুযোগ দেওয়া হয়নি।
এ সময় তারা তাদের মা শরফুন্নেসা, সিরাজের মা আমেনা, সিরাজের খালা ঘসেটি বেগম, স্ত্রী লুৎফুন্নেসা এবং শিশু কন্যার সকলকেই ঢাকার জিনজিরা প্রাসাদে বন্দি করে রেখেছিল। তারা ঢাকার বর্তমান কেরানীগঞ্জের জিনজিরা প্রাসাদে বেশ কিছুদিন বন্দী জীবন যাপন করার পরে মীরনের নির্দেশে আমেনা বেগম ও ঘসেটি বেগমকে নৌকায় করে ডুবিয়ে মারা হয়েছিল
আরো পড়ুনঃ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রতিবেদন ও আমন্ত্রণ পত্র
ক্লাইভের হস্তক্ষেপে সিরাজের স্ত্রী লুৎফুন্নেসা ও তার শিশু কন্যা এবং শরফুন্নেসা রক্ষা পেয়েছিলেন। তাদেরকে পরবর্তীতে মুর্শিদাবাদে আনা হয়েছিল। ইংরেজ সরকারের দেয়া সামান্য বৃত্তির ওপর নির্ভর করে তাদেরকে জীবন ধারণ করতে হয়েছিল। নবাব সিরাজউদ্দৌলার মৃত্যুর দীর্ঘ ৩৪ বছর পরে লুৎফুন্নেসা মারা যান ১৭৯০ সালে।
নবাব সিরাজউদ্দৌলার শেষ সময়
পদচ্যুত নবাব কে মাঝ রাতে মীরজাফরের সামনে হাজির করা হয়েছিল। সিরাজউদ্দৌলা কদিন আগেও ওই মহলেই বাস করতেন। মীরজাফরের সামনে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে সিরাজউদ্দৌলা প্রাণভিক্ষা করেছিলেন। নবাব সিরাজউদ্দৌলাকে মহলের অন্য দিক দিয়ে সে পায়রা নিয়ে গেছিলেন। ওদিকে মীরজাফর তার পরিষদের সাথে আলোচনায় বসে ছিলেন সিরাজউদ্দৌলার সাথে কি করা উচিত সে বিষয়ে নিয়ে।
তাদের কাছে ৩টা পথ খোলা ছিলো, হয় তাকে মুর্শিদাবাদেই বন্দি করে রাখতে হবে নয়তো দেশের বাইরে অন্য কোথায় কায়েদ করতে হবে। তৃতীয় বিকল্প হচ্ছে প্রান দন্ড। নবাব সিরাজউদ্দৌলা কে বন্দী করে রাখতে অনেকেই চেয়েছিলেন। কিন্তু কড়া বিরোধিতা করেছিলেন মীরজাফরের 17 বছর বয়সী পুত্র মীরান। মীরজাফরের নিজের কোন মতামত ছিল না, রবার্ট ওরমে লিখেছিলেন।।
শেষ কথাঃ নবাব সিরাজউদ্দৌলা কোথায় বন্দি হন
নবাব সিরাজউদ্দৌলা কোথায় বন্দি হন সে সম্পর্কে জানতে হলে আমাদের পুরো পোস্টটি ভালোভাবে পড়ুন, আশা করি সবকিছু ভালোভাবে বুঝতে পারবেন। নবাব সিরাজউদ্দৌলা কোথায় বন্দি হন সে সম্পর্কে সবার আগে জানতে হলে আমাদের সাথেই থাকুন।
আজ আর নয়, নবাব সিরাজউদ্দৌলা কোথায় বন্দি হন সে সম্পর্কে আপনার কোন কিছু জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আশা করি আমরা আপনার উত্তরটি দিয়ে দেবো। তাহলে আমাদের আজকের এই নবাব সিরাজউদ্দৌলা কোথায় বন্দি হন সে সম্পর্কে পোস্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনার ফেসবুক ইন্সটাগ্রাম প্রোফাইলে আমাদের পোস্টটি শেয়ার করতে পারেন। ধন্যবাদ। ২৩৭৬৬
