আপনারা কি দাঁতের ক্যাপের মেয়াদ কতদিন সেই সম্পর্কে জানতে চান? তাহলে আমাদের আজকের এই দাঁতের ক্যাপের মেয়াদ পোস্টটি আপনাদের জন্য। রুট ক্যানেল করানো দাঁতে ক্যাপ পরালে দাঁত আরো মজবুত হয়। ক্যাপের সঠিক যত্ন নিলে এটি অনেক টেকসই হয়। আজকে আমরা আলোচনা করব দাঁতের ক্যাপের মেয়াদ কত দিন সেই সম্পর্কে।
তাহলে চলুন দেরি না করে জেনে নেই, দাঁতের ক্যাপের মেয়াদ সম্পর্কে।

সূচিপত্রঃ দাঁতের ক্যাপের মেয়াদ

দাঁতের ক্যাপের মেয়াদ

দাঁত মানুষের মূল সম্পদ। দাঁত ভালো না থাকলে কোন কিছু খেয়ে শান্তি পাওয়া যায় না। তাই আমাদের আজকের আর্টিকেলটি দাঁতের ক্যাপের মেয়াদ কতটুকু সেই সম্পর্কে। দাঁতে ক্ষয়প্রাপ্ত বা কোন ফুটা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসক যদি রুট ক্যানেলের পরামর্শ দিয়ে থাকে তাহলে সেই দাঁত রুট ক্যানেল করে নেয়ায় ভালো। রুট ক্যানেল করা দাঁত যদি ক্যাপ পরানো হয় তাহলে সেই দাঁত আরো টেকসই ও মজবুত হয়। এখন অনেকেই প্রশ্ন করে থাকেন দাঁতের ক্যাপের মেয়াদ বা স্থায়িত্ব কত দিন।

আরো পড়ুনঃ দাঁত ফাঁকা হওয়ার দশটি কারণ ও পাঁচটি প্রতিকার

আমাদের আজকের আর্টিকেলটি পুরোপুরি পড়লে সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। মেটাল, পোরসেলিন ও জিরকনিয়া সহ বিভিন্ন উপকরণ থেকে তৈরি হওয়া কৃত্রিম দাঁতের সঠিক ভাবে যত্ন নিতে হবে। যত্নের সাথে এই ক্যাপ ব্যবহার করলে পাঁচ থেকে ২০ বছরের বেশি সময় ধরে স্থায়ী থাকবে। আবার যদি কখনো আঠা খুলেও যায় সেক্ষেত্রের তা পুনরায় লাগিয়ে নেওয়া সম্ভব হবে। তাই রুট ক্যানেল করা দাঁতে ক্যাপ পরিয়ে নেয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। এতে করে দাঁত ও মজবুত থাকবে। এইটা সঠিকভাবে ব্যবহার করলে এর স্থায়িত্ব অনেক দিন হবে।

ফাঁকা দাঁতের নানা চিকিৎসা

মুখে সুন্দর হাসি সবাই চাই। কিন্তু যদি দাঁত ফাঁকা হয় তাহলে তো সুন্দর হাসি আর হবে না। মাঝে মধ্যে অনেকের সামনের দাঁত বেশ ফাঁকা দেখা যায়। সেজন্য তারা কথা বলার সময় মুখে হাত রেখে ঢেকে কথা বলার চেষ্টা করে। শুধু তাই কি, মানুষ স্বাধীনভাবে হাসতে না পেরে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। যার ফলে প্রতিভা বিকাশে বাধাপ্রাপ্ত হয়। কিন্তু আধুনিক দন্ত চিকিৎসার মাধ্যমে এই ধরনের সমস্যার স্থায়ীভাবে সমাধান আছে।

এ ধরনের সমস্যার সমাধান সাধারণত তিনটা পদ্ধতিতে করা হয়ে থাকে। যেমন অর্থডোনটিক চিকিৎসার মাধ্যমে, দাঁতের রং মিলিয়ে লাইট কিউর কম্পোজিট ফিলিং এর মাধ্যমে ফিলিং করা এবং পোরসেলিন ক্যাপের মাধ্যমে ইত্যাদি। এই পদ্ধতি গুলোর মাধ্যমে ফাঁকা দাঁতের চিকিৎসা করা হয়ে থাকে। এর ফলে মানুষ মন খুলে হাসতে পারে, কথা বলতে পারে ইত্যাদি।

দাঁতের ক্যাপ করার কারণ

দাঁতকে শক্ত রাখাই হচ্ছে দাঁতের ক্যাপ করার প্রধান কারণ। দাঁত কে শক্ত রাখার জন্য আমরা সাধারণত ক্যাপ করে থাকি। একটা দাঁত যখন নষ্ট হয়ে যায় এবং সেই দাঁতকে ভালো করবার জন্য রুট ক্যানেল চিকিৎসা করানো হয়। এই রুট ক্যানেল করানো দাঁতের স্থায়িত্ব অনেক দিন পর্যন্ত টিকানোর জন্য দাঁতের ক্যাপ করার প্রয়োজন হয়ে থাকে। রুট ক্যানেল করানোর পরে দাঁতে ক্যাপ করালে সেই দাঁত অনেক মজবুত থাকে।

আরো পড়ুনঃ গর্ভাবস্থায় গর্ভবতী মায়ের জাম খাওয়ার ১০ টি উপকারিতা

সাধারণত রোড ক্যানেল করানোর পর দাঁতে ক্যাপ না করলে কোন এক সময় সেই দাঁত আস্তে আস্তে ভেঙ্গে যেতে থাকে। সেই ভাঙা দাঁতটির সম্পূর্ণ ঘোড়াটি মুখের ভেতরেই থেকে যায়। পরবর্তী সময়ে সেই দাত ফেলে দিতে বাধ্য হয়। সেজন্য রুট ক্যানেল করার পরপরই ক্যাপ করে নেওয়াটা অত্যন্ত জরুরি। ভুল করে অনেকেই এই ক্যাপ করে না। তাই যত দ্রুত সম্ভব ক্যাপ করে নেওয়াটাই উচিত। না হলে যে কোন সময় এই দাঁত ভেঙে যেতে পারে।

দাঁতের ক্যাপ ব্যবহারের সর্তকতা

দাঁতে ক্যাপ লাগানোর পর সেই দাঁতের বিশেষ যত্ন নিতে হবে। সতর্কতার সাথে দাঁতের ক্যাপ ব্যবহার করতে হবে। তাহলে সেই দাঁতের ক্যাপের মেয়াদ অনেক দিন স্থায়িত্ব হবে। দাঁত ব্রাশ করার সময় মাড়ি ম্যাসাজ করতে হবে। এতে করে দাঁতের গোড়া ও মাড়ি ভালো থাকবে। রুট ক্যানেল করা দাঁতের মাঝখানে ব্যবহার করতে হবে ডেন্টাল ফ্লস। এতে করে দাঁতের মাঝখানে খাবার জামা কম হবে। মাড়ি ও দাঁতের প্রদাহ জনিত রোগ কমবে।

আরো পড়ুনঃ কোন ভিটামিন কি কাজ করে?

প্রত্যেকদিন লবণ গরম পানি দিয়ে একবার করে কুলি করতে হবে। এতে করে মুখের মধ্যে জমে থাকা খাবারের অবশিষ্ট কণাগুলো বের হয়ে যাবে। মাড়ি ও দাঁতের অনেক রোগ বালাই কম হবে। কোন কারণে যদি ক্যাপ খুলে ও যায় সে ক্ষেত্রে আতঙ্কিত না হয়ে ক্যাপটি যত্ন করে রেখে দিতে হবে। কেননা সেই ক্যাপটি পুনরায় আবার ব্যবহার করা যাবে। কোন সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

শেষ কথাঃ দাঁতের ক্যাপের মেয়াদ

দাঁতের ক্যাপের মেয়াদ সম্পর্কে জানতে হলে আমাদের পুরো পোস্টটি ভালোভাবে পড়ুন, আশা করি সবকিছু ভালো ভাবে বুঝতে পারবেন। দাঁতের ক্যাপের মেয়াদ সম্পর্কে সবার আগে জানতে হলে আমাদের সাথেই থাকুন।

আজ আর নয়, দাঁতের ক্যাপের মেয়াদ সম্পর্কে আপনার কোন কিছু জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আশা করি আমরা আপনার উত্তরটি দিয়ে দেবো। তাহলে আমাদের আজকের এই দাঁতের ক্যাপের মেয়াদ সম্পর্কে পোস্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনার ফেসবুক ইন্সটাগ্রাম প্রোফাইলে আমাদের পোস্টটি শেয়ার করতে পারেন। ধন্যবাদ। ২৩৭৬৬

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url