কি-বোর্ডে অক্ষরগুলো এমন এলোমেলো থাকে কেন

আপনারা কি কি-বোর্ডে অক্ষরগুলো এমন এলোমেলো থাকে কেন সে সম্পর্কে জানতে চান? তাহলে আমাদের আজকের এই কি-বোর্ডে অক্ষরগুলো এমন এলোমেলো থাকে কেন পোস্টটি আপনাদের জন্য। সব সময় এর ব্যবহৃত জিনিস টা তে অক্ষর গুলো এলোমেলো ভাবে কেন দেয়া থাকে সে বিষয়ে কখনো ভেবে দেখা হয়নি। তাই আজকে আমরা আলোচনা করব কি-বোর্ডে অক্ষরগুলো এমন এলোমেলো থাকে কেন সে সম্পর্কে।

তাহলে চলুন দেরি না করে জেনে নেই, কি-বোর্ডে অক্ষরগুলো এমন এলোমেলো থাকে কেন সে সম্পর্কে।

সূচিপত্রঃ কি-বোর্ডে অক্ষরগুলো এমন এলোমেলো থাকে কেন

কম্পিউটারের কীবোর্ড কি

কীবোর্ড হল কম্পিউটার এর একটি ইনপুট ডিভাইস। যার মাধ্যমে কম্পিউটারে বিভিন্ন তথ্য, উপাত্ত এবং বর্ণ ইনপুট দেয়া হয়। এই জন্যই কিবোর্ড ব্যবহার করা হয়ে থাকে। কিবোর্ড হল এমন একটি ইনপুট ডিভাইস যাকে ছাড়া একটা কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হয় না। কম্পিউটারের কিবোর্ডে বিভিন্ন ধরনের কী আছে নানা রকম  কাজ করবার জন্য।

কিবোর্ডের মুখ্য উদ্দেশ্য হলো কোন কিছু টাইপ করা বা লেখা। কম্পিউটারে বিভিন্ন ধরনের ইনপুট দেবার জন্য আলাদা আলাদা কমান্ড এর প্রয়োজন হয়। কিবোর্ডের সাহায্যে সেই কমান্ড গুলো, আলাদা আলাদা কিবোর্ড কী এর সাহায্যে দেওয়া হয়।

কি-বোর্ডে অক্ষরগুলো এমন এলোমেলো থাকে কেন

আমরা টাইপিং করার জন্য সব সময়ই কিবোর্ড ব্যবহার করে থাকি। সব সময় এর ব্যবহৃত জিনিসটিতে অক্ষরগুলো এলোমেলোভাবে কেন দেয়া থাকে সে বিষয়ে কি কখনো ভেবে দেখেছেন? আজ সেই প্রশ্নের উত্তর দিতেই আমাদের আজকের এই কি-বোর্ডে অক্ষরগুলো এমন এলোমেলো থাকে কেন আর্টিকেলটি। আসলে এই কিবোর্ডের অক্ষরগুলো এলোমেলো হলেও ভিন্ন ধরনের রয়েছে। কোন কারণ ব্যতীত এমনভাবে এদেরকে সাজানো হয়নি।

আসলে টাইপ রাইটার হচ্ছে কম্পিউটারের এই টাইপিং এর জনক। টাইপ রাইটারের কিবোর্ড এর আদলে কম্পিউটারের কিবোর্ড তৈরি করা হয়েছে। আবার এর আদলে তৈরি করা হয়েছে স্মার্টফোনের কি প্যাড। বাণিজ্যিকভাবে টাইপ রাইটার সর্বপ্রথম বাজারে নিয়ে আসে রেমিংটন এন্ড সন্স নামক কোম্পানি। এই টাইপ রাইটারের কোয়ার্টি কিবোর্ড ছিল, আর এর ডিজাইনারের নাম ক্রিস্টোফার লাতাম সোলস ছিল।

আরো পড়ুনঃ কম্পিউটারের প্রধান কাজ কি

কিবোর্ডের প্রথম অক্ষরটা হচ্ছে Q, এরপর যথাক্রমে W, E, R, T, Y এবং আরো বিভিন্ন অক্ষর। এই প্রথম ছয়টা অক্ষরকে একসাথে উচ্চারণ করলে দাড়াই কোয়ার্টি অর্থাৎ QWERT। আর এই থেকেই কিবোর্ডের কোয়ার্টি নামকরণ করা হয়েছে। এক্ষেত্রে মূলত দুটি কারণ উঠে আসে। কিবোর্ড যখন প্রথম আবিষ্কার করা হয় তখন এর ছিল একটা মেকানিক্যাল ডিভাইস। ফলে পাশাপাশি অক্ষর থাকলে জ্যাম হবার সম্ভাবনা ছিল সেজন্য এরকম ব্যবস্থা করা হয়।

কিবোর্ডে অক্ষরগুলো এলোমেলো থাকার কারণ

আধুনিক সমাজে ল্যাপটপ, কম্পিউটার, স্মার্টফোন মানুষের দৈনন্দিন জীবনে এক অপরিহার্য বস্তু হয়ে উঠেছে। আমরা প্রায় সকলেই এ ধরনের যন্ত্রাংশ ব্যবহার করে থাকি। আমরা কোনদিনও ভেবে দেখেছি কি যে কি-বোর্ডে অক্ষরগুলো এমন এলোমেলো থাকে কেন বা কিবোর্ডে অক্ষরগুলো এলোমেলো থাকার কারণ গুলো সম্পর্কে। অক্ষরগুলো এলোমেলো মনে হলেও এই কিবোর্ডের আসলে ভিন্ন ধরনের রয়েছে।

এদেরকে কোন কারণ ছাড়া এমনভাবে সাজানো হয়নি। কম্পিউটার যখন প্রথম তৈরি করা হয় তখন আকারে অনেক বড় ছিল। কাজের ক্ষেত্রে তাতে বেশ কিছু সমস্যা ও দেখা দিয়েছিল। এরপর থেকে বিভিন্ন রকম পরিবর্তন এসেছে কম্পিউটারের গঠনে ও ব্যবহারে। দৈর্ঘ্য প্রস্থে যত ছোট হয়েছে কাজের গতি ও তত বেড়েছে। প্রথম যখন কিবোর্ড আবিষ্কার করা হয় টাইপ রাইটার একটা মেকানিক্যাল ডিভাইস ছিল। ফলে অক্ষরগুলো পাশাপাশি থাকলে জ্যাম হবার সম্ভাবনা ছিল। এজন্য এমনভাবে ব্যবস্থা করা হয়েছে।

আরো পড়ুনঃ ভবিষ্যৎ কম্পিউটার কেমন হবে?

পাশাপাশি A, B, C, D থাকলে আমাদের লেখার ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দিত। আমাদের হাতের আঙ্গুলগুলো কাজ করতে করতে ব্যথা হয়ে যেত। অক্ষর বিন্যাসগুলো এলোমেলো হওয়ার কারণে আমরা অনেকক্ষণ ধরে কাজ করতে পারি। কিবোর্ড অনেক ধরনের হয়ে থাকে, যার স্পিড ও এর ওপর নির্ভর করে। যেমন QWERTY। তবে QWERTZ ও Dvorak অনেক জনপ্রিয়। বেশিরভাগ সময় ভাওয়েল কনসোনেন্ট গুলো পাশাপাশি রাখা হয়ে থাকে। বিশেষজ্ঞরা বলেন, লেখার ক্লান্তি দূর করতে আর স্পিড বাড়াতেই মূলত অক্ষরগুলোকে এলোমেলোভাবে সাজানো হয়ে থাকে। 

কিবোর্ডের অক্ষর বিন্যাস কেন বর্ণানুক্রমিক নয়

বর্তমান সময়ে আমরা কিবোর্ডে যে লেআউট ব্যবহার করছি সেটাকে কোয়ার্টি বলা হয়ে থাকে। কিবোর্ডের বাম দিকে Q, W, E, R, T, Y এই ছয়টা অক্ষর পাশাপাশি স্থাপন করা আছে। এগুলোকেই একত্রিত করে কোয়ার্টি হিসেবে অভিহিত করা হয়েছে। তবে এই জমানার কিবোর্ডের বিন্যাস অনেকদিন আগেই বেছে নেওয়া হয়ে থাকে। অর্থাৎ বিন্যাসটা নতুন নয়। রেমিংটন নামে একটা টাইপ রাইটার ১৮৭৩ সালে বাজারে আসে। সেখানে অক্ষর বিন্যস্ত যেভাবে করা হয়েছিল, আজ কম্পিউটারের যুগে এসেও একই অক্ষর বিন্যাস আমরা ব্যবহার করে আসছি।

আরো পড়ুনঃ ল্যাপটপ বার ডেস্কটপ হ্যাক হবার ১২ টি লক্ষণ

কীবোর্ড কিংবা টাইপ রাইটার উভয়েই অক্ষরগুলো দেখা যায় এলোমেলো ভাবে রয়েছে। এ বিষয়ে প্রযুক্তি বিশেষজ্ঞদের দুটো ব্যাখ্যা আছে। প্রথমটা হচ্ছে টাইপ রাইটারের অক্ষর গুলো আগে বর্ণানুক্রমিক ছিল। কাজেই দ্রুত টাইপ করার কারণে বোতামগুলো নিচে যুক্ত থাকার রড একটা আর একটাকে আঘাত করতো। সেগুলো মাঝেমধ্যে আটকে যেত এবং টাইপিং করার সময় প্রতিবন্ধকতার সৃষ্টি হতো। সে সমস্যাগুলো সমাধানের কারণেই কোয়ার্টি কিবোর্ডের প্রচলন করা হয়ে থাকে।

শেষ কথাঃ কি-বোর্ডে অক্ষরগুলো এমন এলোমেলো থাকে কেন

কি-বোর্ডে অক্ষরগুলো এমন এলোমেলো থাকে কেন সে সম্পর্কে জানতে হলে আমাদের পুরো পোস্টটি ভালোভাবে পড়ুন, আশা করি সবকিছু ভালোভাবে বুঝতে পারবেন। কি-বোর্ডে অক্ষরগুলো এমন এলোমেলো থাকে কেন সে সম্পর্কে সবার আগে জানতে হলে আমাদের সাথেই থাকুন।

আজ আর নয়, কি-বোর্ডে অক্ষরগুলো এমন এলোমেলো থাকে কেন সে সম্পর্কে আপনার কোন কিছু জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আশা করি আমরা আপনার উত্তরটি দিয়ে দেবো। তাহলে আমাদের আজকের এই কি-বোর্ডে অক্ষরগুলো এমন এলোমেলো থাকে কেন সে সম্পর্কে পোস্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনার ফেসবুক ইন্সটাগ্রাম প্রোফাইলে আমাদের পোস্টটি শেয়ার করতে পারেন। ধন্যবাদ। ২৩৭৬৬

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url