দাঁতের ক্যাপ এর খরচ
আপনারা কি দাঁতের ক্যাপ এর খরচ সম্পর্কে জানতে চান? তাহলে আমাদের আজকের এই দাঁতের ক্যাপ এর খরচ পোস্টটি আপনাদের জন্য। অনেকেই দাঁতের সমস্যায় ভুগে থাকেন। সত্য কিছু চিবোলেই ব্যথা শুরু হতে থাকে। অনেক সময় আবার হারে কামড় দিলে দাঁত ভেঙে ও যাই।। আজকে আমরা আলোচনা করব দাঁতের ক্যাপ এর খরচ সম্পর্কে।
তাহলে চলুন দেরি না করে জেনে নেই, দাঁতের ক্যাপ এর খরচ সম্পর্কে।
সূচিপত্রঃ দাঁতের ক্যাপ এর খরচ
- দাঁতে ক্যাপ করার কারণ
- দাঁতের ক্যাপ এর খরচ
- কেন দাঁতের ক্যাপ এর প্রয়োজন
- দাঁতের রুট ক্যানেল কতটা নিরাপদ
- শেষ কথাঃ দাঁতের ক্যাপ এর খরচ
দাঁতে ক্যাপ করার কারণ
আমরা আজকে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের আর্টিকেলটি হচ্ছে দাঁতের ক্যাপ এর খরচ কত হতে পারে সে বিষয়ে। তার আগে আমরা জেনে নেব দাঁতে ক্যাপ করার কারণ সম্পর্কে। আসলে দাঁতে ক্যাপ করার প্রধান কারণ হলো দাঁতকে শক্ত রাখতে সাহায্য করা। সাধারণত আমরা দাঁত কে শক্ত রাখার জন্য দাঁতের ক্যাপ করে থাকি।
একটা দাঁত যখন নষ্ট হয়ে যায় তখন সেই দাঁত কে ভালো করার জন্য রুট ক্যানেল চিকিৎসা করানো হয়। রুট ক্যানেল চিকিৎসা করানোর পর সেই দাঁতকে অনেকদিন পর্যন্ত ভালোভাবে টিকিয়ে রাখার জন্য দাঁতের ক্যাপের প্রয়োজন হয়ে থাকে। রুট ক্যানেল করানোর পরে দাঁতে ক্যাপ করে দিলে দাঁত অনেক মজবুত থাকে।
আরো পড়ুনঃ দাঁত ফাঁকা হওয়ার ১০টি কারণ ও ০৫টি প্রতিকার
রুট ক্যানেল করার পর দাঁতে ক্যাপ না দিলে সাধারণত কোন এক সময় আস্তে আস্তে সেই দাঁত ভেঙে যায়। ভেঙে যাওয়া দাঁতটির সম্পূর্ণ গোড়াটি মুখের ভেতরেই থেকে যায়। পরবর্তী সময় সেই তার ফেলে দিতে হয়। সেজন্য দাঁতের রুট ক্যানেল করানোর পরে ক্যাপ করাটা অত্যন্ত জরুরী। ভুল করে অনেকেই এই ক্যাপ করে না। সে ক্ষেত্রে যত দ্রুত সম্ভব ক্যাপ করে নেওয়া উচিত।
দাঁতের ক্যাপ এর খরচ
আমরা এখন আর্টিকেলের মূল বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আর্টিকেলের মূল বিষয় হচ্ছে দাঁতের ক্যাপ এর খরচ নিয়ে। চলুন তাহলে দাঁতের ক্যাপ এর খরচ সম্পর্কে জেনে আসি। বর্তমান সময়ে বিভিন্ন ধরনের ক্যাপ পাওয়া যায়। একটা দাঁতের ক্যাপ করানোর জন্য প্রায় ১৫০০ টাকা থেকে শুরু করে দুই হাজার টাকা পর্যন্ত খরচ হয়। এর চাইতে আরো ভালো কোয়ালিটির ক্যাপ এর জন্য আরো বেশি অর্থাৎ ৩০০০ টাকা মতো খরচ হতে পারে। এছাড়াও আরো বিভিন্ন কোয়ালিটির ক্যাপ রয়েছে।
আরো পড়ুনঃ ভাগে কোরবানির নিয়ম
সেসব ক্যাপের খরচ ১৫০০ টাকা থেকে শুরু করে প্রায় ২৫ হাজার টাকা মত খরচ হতে পারে। সেজন্য ক্যাপ করার আগে অবশ্যই চিকিৎসকের সাথে আপনি আলোচনা করে নিবেন। কোন ধরনের ক্যাপ আপনি নিতে চান এবং কোন ক্যাপন টি আপনার জন্য ভালো হবে সেটা চিকিৎসক আপনাকে বলবে। কেননা, আপনার দাঁতের সাথে কোন ক্যাপটি যাবে সেটা চিকিৎসকই বলতে পারবে। তাই আপনি আপনার সামর্থ্য অনুসারে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ক্যাপ বাছাই করে নিতে পারেন।
কেন দাঁতের ক্যাপ এর প্রয়োজন
দাঁতের রুট ক্যানেল করানোর পরে ডেন্টিস আপনার দাঁতের জন্য দাঁতের ক্যাপের পরামর্শ দিয়ে থাকেন। কেননা রুট ক্যানেল করা দাঁত কে রক্ষা করে থাকে দাঁতের ক্যাপ। চলুন দেখে আসি কেন দাঁতের ক্যাপ এর প্রয়োজন সেই সম্পর্কে।
- নিজেদের হাসিতে যারা অসন্তুষ্ট এবং চেহারা উন্নত করতে চাই তারা দাঁতের ক্যাপ থেকে উপকৃত হতে পারেন।
- ডেন্টাল ভিনিয়ার্সের মত ডেন্টাল ক্রাউন দাঁতের মধ্যে থাকা পূর্ণ করতে পারে। তবে ডেন্টাল ক্রাউনের ব্যয়বহুল ব্যয়বহুল কম।
- এটা একটা এট্রিটেড, ভাঙ্গা, মারাত্মক ভাবে ক্ষয়প্রাপ্ত এবং দাগ যুক্ত দাঁতের কার্যকারিতা পুনরুদ্ধার এবং উন্নত করতে সাহায্য করবে।
দাঁতের রুট ক্যানেল কতটা নিরাপদ
অনেকেই দাঁতের সমস্যায় ভোগেন। শক্ত কোন কিছু চিবানোর সময় দাঁতের ব্যথা শুরু হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় হাড়ে কামড় দিলে দাঁত ভেঙে যাবার সম্ভাবনা থাকে। প্রায় সবাই কোরবানির ঈদে কমবেশি মাংস খেয়ে থাকেন। টানা মাংস খাওয়ার পর উচ্ছিষ্ট দাঁতের ফাঁকে জমে মাড়িতে ব্যথা হবার সম্ভাবনা থাকে। অনেক সময় প্রদাহ ও দেখা দিয়ে থাকে। অনেকের দাঁত বেশি ফাঁকা থাকে। আবার দাঁতে কারো কারো গর্ত দেখা যায়। সঠিক সময়ে চিকিৎসা না করালে আস্তে আস্তে জটিলতা বাড়তে থাকবে। অনেক সময় দাঁতে ফিলিং করানো লাগে।
আরো পড়ুনঃ গরু কুরবানী করার বয়স
আবার রুট ক্যানেল করলেও সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। রাজধানীর কলাবাগানের রাজ ডেন্টাল সেন্টারের ডেন্টিস্ট সার্জন ডাক্তার মোঃ আসাফুজ্জোহা রাজ এই সমস্যার করণীয় সম্পর্কে পরামর্শ দিয়েছেন। দাঁতের গর্ত, দুই দাঁতের সংযোগ পৃষ্ঠে ফিলিং বা বড় ফিলিং, রুট ক্যানেল শেষে কাপ না পরানো, নকল দাঁত, গঠনগত দুর্বল দাঁত ইত্যাদিতে শক্ত হাড়ের কামড় করলেই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ফলে সৃষ্ট অমসৃণ অংশে ঘষা লাগার কারণে চোয়ালে বা জিহ্বাতে ক্ষত হবার সম্ভাবনা থাকে। অপরদিকে ভেতরের মজ্জা ক্ষতিগ্রস্ত হলে ব্যথাসহ বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে।
শেষ কথাঃ দাঁতের ক্যাপ এর খরচ
দাঁতের ক্যাপ এর খরচ দাঁতে ক্যাপ করার কারণ সম্পর্কে জানতে হলে আমাদের পুরো পোস্টটি ভালোভাবে পড়ুন, আশা করি সবকিছু ভালোভাবে বুঝতে পারবেন। দাঁতের ক্যাপ এর খরচ সম্পর্কে সবার আগে জানতে হলে আমাদের সাথেই থাকুন।
আজ আর নয়, দাঁতের ক্যাপ এর খরচ সম্পর্কে আপনার কোন কিছু জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আশা করি আমরা আপনার উত্তরটি দিয়ে দেবো। তাহলে আমাদের আজকের এই দাঁতের ক্যাপ এর খরচ সম্পর্কে পোস্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনার ফেসবুক ইন্সটাগ্রাম প্রোফাইলে আমাদের পোস্টটি শেয়ার করতে পারেন। ধন্যবাদ। ২৩৭৬৬
