প্যারাগ্রাফ রাইটিং জব - প্যারাগ্রাফ রাইটিং লেখার নিয়ম

আপনারা কি প্যারাগ্রাফ রাইটিং জব ও প্যারাগ্রাফ রাইটিং লেখার নিয়ম কানুন গুলো সম্পর্কে জানতে চান? তাহলে আমাদের আজকের এই প্যারাগ্রাফ রাইটিং জব ও প্যারাগ্রাফ রাইটিং লেখার নিয়ম পোস্টটি আপনাদের জন্য। আজকে আমরা আলোচনা করব ইংলিশ প্যারাগ্রাফ রাইটিং বা প্যারাগ্রাফ রাইটিং জব সম্পর্কে। প্যারাগ্রাফ রাইটিং লেখার নিয়ম কানুন গুলো সম্পর্কে এখনো অনেকেরই অজানা রয়েছে।

তাই চলুন দেরি না করে জেনে নেই, প্যারাগ্রাফ রাইটিং জব ও প্যারাগ্রাফ রাইটিং লেখার নিয়ম সম্পর্কে।

সূচিপত্রঃ প্যারাগ্রাফ রাইটিং জব - প্যারাগ্রাফ রাইটিং লেখার নিয়ম

প্যারাগ্রাফ রাইটিং কি

প্যারাগ্রাফ রাইটিং হচ্ছে কোন একটা বিষয় সম্পর্কে গদ্য আকারে ছোট করে রচনা করা। সেই বিষয়বস্তুর সাহায্যে যেন সংক্ষিপ্ত করে হলেও পরিপূর্ণতা প্রকাশ পায়। প্যারাগ্রাফ এর আকার ছোট হলেও সেখানে ওই বিষয় সম্পর্কে পরিপূর্ণ একটা ধারণা পাওয়া যায়। বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন ধরনের প্যারাগ্রাফ রাইটিং করা হয়ে থাকে।

তবে কোন একটা বিষয় নিয়ে সুন্দর ও স্বয়ংসম্পূর্ণ ভাবে প্যারাগ্রাফ লিখতে হলে কিছু নিয়ম ও কৌশল অবশ্যই জানতে হবে। আপনি যে কোন বিষয় নিয়েই প্যারাগ্রাফ রাইটিং করতে চাইলে আপনাকে কিছু নিয়মকানুন অবশ্যই ফলো করতে হবে। তাই আমাদের আজকের এই পোস্টটি ভালোভাবে পড়লে প্যারাগ্রাফ রাইটিং লেখার নিয়ম সম্পর্কে জানতে পারবেন।

প্যারাগ্রাফ রাইটিং জব

প্রিয় পাঠক বৃন্দ আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি সকল স্টুডেন্টদের জন্য একটা উপকারী পোষ্ট নিয়ে চলে এসেছি। আশা করছি পোস্টটি সকল স্টুডেন্টদের জন্য অনেক উপকার হবে এবং তারা পছন্দ করবে।

আরো পড়ুনঃ আবেদন পত্র লেখার নিয়ম

কেননা আজকের আর্টিকেলের মাধ্যমে সকলে প্যারাগ্রাফ রাইটিং লেখার নিয়ম সম্পর্কে জানতে পারবে। এখানে আমরা কিভাবে একটা প্যারাগ্রাফের মধ্য দিয়ে অনেকগুলো প্যারাগ্রাফ লিখতে পারবো তা তুলে ধরা হয়েছে। একটা প্যারাগ্রাফ দিয়ে কয়েকটা প্যারাগ্রাফ ও কোন কোন বিষয়ে প্যারাগ্রাফ লিখতে পারবো সেটাও তুলে ধরার চেষ্টা করেছি। ধারাবাহিকভাবে এই আর্টিকেলের মাধ্যমে প্যারাগ্রাফ রাইটিং জব ও প্যারাগ্রাফ রাইটিং লেখার নিয়ম এবং ইংলিশ প্যারাগ্রাফ রাইটিং নিয়ে আলোচনা করেছি।

ইংলিশ প্যারাগ্রাফ রাইটিং

ইংলিশ প্যারাগ্রাফ রাইটিং লেখার জন্য আপনাকে অবশ্যই ইংলিশে এক্সপার্ট হওয়া লাগবে। যারা ইংলিশে এক্সপার্ট তাদের জন্য আছে অনেক বড় সুখবর। কেননা উপরের প্ল্যাটফর্ম গুলোতে বাংলা প্যারাগ্রাফ রাইটিং এর চাইতে ইংলিশ প্যারাগ্রাফ রাইটিং এর চাহিদা অনেক বেশি। যেহেতু ইংলিশ প্যারাগ্রাফ বাংলা প্যারাগ্রাফ লেখার চাইতে চাহিদা বেশি সেক্ষেত্রে এর ইনকাম ও বেশি। তাই যদি আপনি ইংলিশ প্যারাগ্রাফ রাইটিং জব করতে চান সে ক্ষেত্রে অবশ্যই আপনাকে ইংরেজিতে কথা বলা শিখা লাগবে।

আরো পড়ুনঃ আর্টিকেল লেখার নিয়ম

তাই যারা এখনো ইংলিশে কথা বলতে পারেন না তারা আশা করি খুব তাড়াতাড়ি শিখে নিবেন। কেননা ইংলিশে প্যারাগ্রাফ লেখার জন্য আপনাকে অবশ্যই ইংরেজি ভাষায় কথা বলা জানতে হবে এবং ইংলিশ প্যারাগ্রাফ রাইটিং লেখার নিয়ম সম্পর্কে জেনে রাখতে হবে। পরীক্ষার হলে অনেক সময় ছাত্র-ছাত্রীদের প্যারাগ্রাফ কমন না আসলে টেনশন শুরু হয়ে যায়।

তাই আমি আজকের আর্টিকেলের মাধ্যমে ইংলিশ প্যারাগ্রাফ রাইটিং এর জন্য সহজ কিছু পদ্ধতি নিয়ে উপস্থিত হয়েছি। এখন এখানে আমি কয়েকটা প্যারাগ্রাফ এর নাম দিব এবং কিছু ফরম্যাট দিব সেই প্যারাগ্রাফগুলো লেখবার জন্য। সেই প্যারাগ্রাফটির নাম মিলিয়ে আপনারা শুধু ফরমেট এর খালি ঘরে বসিয়ে পড়বেন।

প্যারাগ্রাফ ক্যাটাগরিঃ

  • Dignity of labor (শ্রমের মর্যাদা)
  • Honesty (সততা)
  • Patriotism (স্বদেশপ্রেম)
  • Confidence (আত্মবিশ্বাস)
  • Tolerance (সহনশীলতা)
  • Education (শিক্ষা)
  • Value of time (সময়ের মূল্য)
  • Labour (শ্রম)
  • Honest intention (সৎ উদ্দেশ্য)
  • Good manners (সু আচরণ)
  • Punctuality (সমানুবর্তিতা)
  • Discipline (শৃঙ্খলা)

Format:

Everyone wants to be successful in life. This success depends much on___. It is a great virtue. It is the key to success. The man who acquires this great virtue can shine in life. The history inspires us to develop this virtue. The life and activities of all great men in the world are associated with this virtue. We can conquer everything in this world with developing this quality. The man who does not achieve this virtue becomes a course to himself and to his family as well as to society.

He leads very miserable life. His life becomes full of sorrows and sufferings. He always legs behind and sufferes in long run. In a word, the consequences of not acquiring this virtue are beyond description. Please do not love and respect him. On the other hand, he is praised and respected by all if he develops this virtue. Therefore, we all should develop this virtue to be great in life.

সূত্রঃ studytour10.blogspot

প্যারাগ্রাফ রাইটিং লেখার নিয়ম

কোন কিছু লিখতে চাইলে সেটা লেখার আগে প্রথমত নিয়ম-কানুন সম্পর্কে জানতে হবে। নিয়ম জেনে লিখলে সেখানে ভুল হবার সম্ভাবনা খুবই কম হয়। সে ক্ষেত্রে প্যারাগ্রাফ রাইটিং লেখার নিয়ম জানলে প্যারাগ্রাফ লেখা সহজ হবে। প্রথমতই প্যারাগ্রাফ লেখার নিয়ম হলো প্যারাগ্রাফের নাম উল্লেখ করা। যে প্যারাগ্রাফটি আপনি লিখেন না কেন প্যারাগ্রাফ এর নাম উক্ত স্থানে দিতে হবে। আবার আপনি পারলে নিজে থেকে আরও কিছু বাড়িয়ে লিখতে পারলে আরো ভালো নাম্বারের আশা করা যায়।

আরো পড়ুনঃ বোর্ড থেকে সার্টিফিকেট তোলার জন্য আবেদনের নিয়ম

এছাড়াও প্যারাগ্রাফ লেখার প্রথম অংশে কিছু ফোকাস কিওয়ার্ড আপনি ব্যবহার করতে পারেন। কেননা, ফোকাস কিওয়ার্ড গুলো ব্যবহার করার কারণে প্যারাগ্রাফ এর প্রতি পাঠকদের আকর্ষণ বৃদ্ধি পায়। প্যারাগ্রাফ এর প্রথমেই যখন পাঠকরা জানতে পারে যে, কোন বিষয়ের উপরে আপনি প্যারাগ্রাফটি লিখছেন। সে ক্ষেত্রে পুরো প্যারাগ্রাফটি পড়ার জন্য পাঠকরা সবচাইতে বেশি আগ্রহী হয়। এক্ষেত্রে কিছু ইন্টারেস্টিং করে ফোকাস কিওয়ার্ড আপনাকে প্রথমেই লিখতে হবে যেন পাঠকরা প্যারাগ্রাফ এর প্রতি আকৃষ্ট হয়।

শেষ কথাঃ প্যারাগ্রাফ রাইটিং জব - প্যারাগ্রাফ রাইটিং লেখার নিয়ম

প্যারাগ্রাফ রাইটিং জব ও প্যারাগ্রাফ রাইটিং লেখার নিয়ম সম্পর্কে জানতে হলে আমাদের পুরো পোস্টটি ভালোভাবে পড়ুন, আশা করি সবকিছু ভালোভাবে বুঝতে পারবেন। প্যারাগ্রাফ রাইটিং জব ও প্যারাগ্রাফ রাইটিং লেখার নিয়ম সম্পর্কে সবার আগে জানতে হলে আমাদের সাথেই থাকুন।

আজ আর নয়, প্যারাগ্রাফ রাইটিং জব ও প্যারাগ্রাফ রাইটিং লেখার নিয়ম সম্পর্কে আপনার কোন কিছু জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আশা করি আমরা আপনার উত্তরটি দিয়ে দেবো। তাহলে আমাদের আজকের এই প্যারাগ্রাফ রাইটিং জব ও প্যারাগ্রাফ রাইটিং লেখার নিয়ম সম্পর্কে পোস্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনার ফেসবুক ইন্সটাগ্রাম প্রোফাইলে আমাদের পোস্টটি শেয়ার করতে পারেন। ধন্যবাদ। ২৩৭৬৬

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url