এসইও শেখার জন্য কোন কোন বিষয় জানা উচিত
আপনারা কি এসইও শেখার জন্য কোন কোন বিষয় জানা উচিত বা নতুনদের জন্য এসইওর গাইডলাইনগুলো কি কি সে সম্পর্কে জানতে চান? তাহলে আমাদের আজকের এই পোস্টটি আপনাদের জন্য। আজকে আমরা আলোচনা করব এসইও শেখার জন্য কোন কোন বিষয় জানা উচিত বা এসইওর গাইডলাইন বিগিনারদের জন্য সে সম্পর্কে।
তাহলে চলুন দেরি না করে জেনে নেই, এসইও শেখার জন্য কোন কোন বিষয় জানা উচিত সম্পর্কে।
সূচিপত্রঃ এসইও শেখার জন্য কোন কোন বিষয় জানা উচিত
- এসইও শেখার জন্য কোন কোন বিষয় জানা উচিত
- নতুনদের জন্য এসইওর গাইডলাইনগুলো কি কি
- এসইওর গাইডলাইন বিগিনারদের জন্য
- বিভিন্ন এসইও টাইপ সম্পর্কে জানুন
- শেষ কথাঃ এসইও শেখার জন্য কোন কোন বিষয় জানা উচিত
এসইও শেখার জন্য কোন কোন বিষয় জানা উচিত
এসইও শেখার জন্য মূলত কম্পিউটার সম্পর্কে মোটামুটি ধারণা থাকতে হবে। এসইও বা ডিজিটাল মার্কেটিং করার জন্য ইন্টারনেট ব্রাউজিং ভালোভাবে জানা উচিত। এসইও শিখতে আপনার কতদিন সময় লাগবে এটা নিচে বর্ণিত থ্রি লার্নিং রিকোয়ারমেন্ট গুলোর ওপর নির্ভর করবে।
- প্রফেশনাল ভাবে এসইও শেখার জন্য যে বিষয়গুলো আপনাকে জানতে হবে, এর মানে এইটা নয় যে প্রফেশনাল মানের কাজ আপনাকে জানতে হবে। কাজ চালিয়ে নেয়ার মত মোটামুটি অভিজ্ঞতা থাকলেই হবে।
- আমরা জানি যে এসইও একটা অনলাইন ভিত্তিক কাজ। সার্চ ইঞ্জিন বা অনলাইন সার্চিং ব্যবহারে দক্ষতা অর্জন করা লাগবে।
- প্রয়োজনীয় ডাটা অনলাইন থেকে খুঁজে বের করতে হবে এবং সেগুলোকে প্রসেস করার ক্ষমতা থাকা লাগবে।
- যদি আপনি অনলাইনে এক্সপার্ট হিসেবে কাজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই মাইক্রোসফট এক্সেল এবং গুগল সিটের ব্যবহার সম্পর্কে ভালোভাবে জানতে হবে।
- টেকনোলজি, ওয়েবসাইট আর্কিটেকচার সম্পর্কে ধারণা থাকা লাগবে। এটা আগে থেকে না জেনে থাকলেও হবে। এসব শিখতে শিখতে অটোমেটিক ভাবে আপনি এ বিষয়ে জেনে যাবেন।
নতুনদের জন্য এসইওর গাইডলাইনগুলো কি কি
গুগল এসইও বা ডিজিটাল মার্কেটিং শিখে আয় করা অনেকের স্বপ্ন। দিনে ৮ থেকে ১৪ ঘন্টা একজন প্রফেশনাল তার কম্পিউটারের সাথে সময় কাটিয়ে থাকে। এসইও সম্পর্কে যারা নতুন তাদের ক্ষেত্রে গাইডলাইন গুলো হচ্ছে-
- এসইও বেসিকস।
- সার্চ ইঞ্জিন বেসিকস।
- কিওয়ার্ড রিসার্চ।
- অন পেজ এসইও।
- টেকনিক্যাল এস ইও।
- লিংক বিল্ডিং।
- এসইও এনালিটিক্স ও ট্রাকিং।
এসইওর গাইডলাইন বিগিনারদের জন্য
আপনার আমার সবার মাঝে ইন্টারনেটে তথ্য খোঁজার যে প্রবণতা রয়েছে, সেখান থেকে মার্কেটিং এর পুরো একটা সাব ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। গাল ভরা ভাষায় এসিও নামে এটা পরিচিত। হয়তো এর উপর কাজ করতে চাইলেও আপনি শুরুটা কোথায় করবেন সেটা বুঝতে পারছেন না। এ গাইডলাইন থেকে ধাপে ধাপে জানুন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর গুরুত্বপূর্ণ আর প্রাথমিক বিষয় গুলো সম্পর্কে। এরপর এ বিষয়গুলো নিয়ে নিজে থেকে আরও ভালোভাবে শেখার চেষ্টা করতে পারবেন।
বিভিন্ন এসইও টাইপ সম্পর্কে জানুন
একটা ওয়েবসাইট অপটিমাইজ করবার সময় এসইও র্যাঙ্কিং ফ্যাক্টর রয়েছে ২৫৫ টার ও বেশি। এবং সেগুলোকে রেফারেন্সের সহজতার জন্য কয়েকটা সাব প্রসেসে বিভক্ত করা হয়।
টেকনিক্যাল এসইওঃ কোন সাইটের স্ট্রাকচার, লিংক, স্পিড এর বিন্যাস ও কনটেন্ট সার্চ ইঞ্জিন সহজে যেন ইনডেক্স করে। সেটা নিশ্চিত করার জন্য যে কাজগুলো করা হয়ে থাকে সেগুলোকে টেকনিক্যাল এসইও বলা হয়ে থাকে।
আরো পড়ুনঃ ইউটিউব SEO কি
অন পেজ এসিওঃ ইমেজ এসইও, কনটেন্ট অপটিমাইজেশন, ইন্টারনেট লিংক ইত্যাদি কাজগুলো হচ্ছে অন পেজ এসইও এর অন্তর্গত। অন পেজ এসইও খুব গুরুত্বপূর্ণ। কেননা, এটার মাধ্যমে কিওয়ার্ডের জন্য আমরা কোন একটা পেজের কনটেন্ট অপটিমাইজেশন করতে পারি। নিশ্চিত করে থাকি যে, কোন কিওয়ার্ডে কোন পেজ থেকে র্যাঙ্ক করবে।
অফ পেজ এসইওঃ ওয়েবসাইটকে গুগলের প্রথম পৃষ্ঠায় আনার জন্য অফপেজ এসইও করতে পারাটা অনেক জরুরী। কোন ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর জন্য কনটেন্ট মার্কেটিং, ব্যাকলিংক, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইত্যাদির মত যে কাজগুলো করা হয়ে থাকে সেগুলোকে বলা হয় অফ পেজ এসইও।
শেষ কথাঃ এসইও শেখার জন্য কোন কোন বিষয় জানা উচিত
এসইও শেখার জন্য কোন কোন বিষয় জানা উচিত নতুনদের জন্য এসইওর গাইডলাইনগুলো কি কি এসইওর গাইডলাইন বিগিনারদের জন্য সে সম্পর্কে জানতে হলে আমাদের পুরো পোষ্টটি ভালোভাবে পড়ুন, আশা করি সবকিছু ভালোভাবে বুঝতে পারবেন। এসইও শেখার জন্য কোন কোন বিষয় জানা উচিত সে সম্পর্কে সবার আগে জানতে হলে আমাদের সাথেই থাকুন।
আজ আর নয়, এসইও শেখার জন্য কোন কোন বিষয় জানা উচিত সে সম্পর্কে আপনার কোন কিছু জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আশা করি আমরা আপনার উত্তরটি দিয়ে দেবো। তাহলে আমাদের আজকের এই এসইও শেখার জন্য কোন কোন বিষয় জানা উচিত সে সম্পর্কে পোস্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনার ফেসবুক ইন্সটাগ্রাম প্রোফাইলে আমাদের পোস্টটি শেয়ার করতে পারেন। ধন্যবাদ। ২৩৭৬৬
