ফেসবুক পেজ বুস্ট করার ১০টি নিয়ম

 আপনারা কি ফেসবুক পেজ বুস্ট করার ১০টি নিয়ম ও ফেসবুক পেজ বুস্ট করলে কি হয় সে সম্পর্কে জানতে চান? তাহলে আমাদের আজকের এই পোস্টটি আপনাদের জন্য। আজকে আমরা আলোচনা করব ফেসবুক পেজ বুস্ট করার ১০টি নিয়ম, পেজ বুস্ট করার জন্য কত টাকা খরচ হয় বা ফেসবুক পেজ বুস্ট করার জন্য সর্বনিম্ন খরচ কত টাকা সে সম্পর্কে।

তাহলে চলুন দেরি না করে জেনে নেই, ফেসবুক পেজ বুস্ট করার ১০টি নিয়ম সম্পর্কে।

সূচিপত্রঃ ফেসবুক পেজ বুস্ট করার ১০টি নিয়ম

ফেসবুক পেজ বুস্ট করার ১০টি নিয়ম

যখন সোশ্যাল নেটওয়ার্ক তাদের অ্যালগরিদম আপডেট করে কাস্টমার যে ব্যান্ডগুলো অর্জন করার জন্য ফেসবুকে নির্ভর করে থাকে এমন অবস্থায় প্রত্যেকবার তাদের ইমোশনাল চড়াই এক্সপেরিয়েন্স করা হয়ে থাকে। সাধারণত আপডেটের কারণে কমরেড হয়ে থাকে এবং এডভার্টাইজমেন্ট এ আরো ব্যয় করতে হয় ভিজিবিলিটি বজায় রাখার জন্য।

আরো পড়ুনঃ ফেসবুক আইডি খোলার নিয়ম

এর মানে এটা নয় যে, আপনার ব্র্যান্ডের উপস্থিতি ফেসবুক থেকে সরিয়ে উচিত, বিশেষত সেখানে যদি আপনার টার্গেট অডিয়েন্স থেকে থাকে। অর্থাৎ ফেসবুক পেজ বুস্ট করার মাধ্যমে ফেসবুকে আরো ভিজিটর আসতে থাকে। তাই ফেসবুক পেজ বুস্ট করার ১০টি নিয়ম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। নিচে ফেসবুক পেজ বুস্ট করার ১০টি নিয়ম দেয়া হল।

কল-টু-অ্যাকশন বাটন টেস্ট করুন

আপনার ফেসবুক পেজটি যদি বিজনেস সংক্রান্ত হয় তাহলে উপরের দিকের বারে অবশ্যই উপযুক্ত বাটন রাখবেন। সেটা কারো ক্ষেত্রে সেন্ড মেসেজ হতে পারে, আবার কারো ক্ষেত্রে হতে পারে সাইন আপ। আবার যখন পেজের শপ সেকশনে যথেষ্ট আইটেম থাকবে তখন যোগ করতে হবে শপ নাও বাটন। এক্ষেত্রে কল বা সেন্ড মেসেজ বাটনের ব্যবহারই বেশি বলা যেতে পারে।

ফেসবুক প্রোফাইল গুছিয়ে নেয়া

অন্যরকম একটা নাম ফেসবুক পেজের জন্য থাকলেও নিজেকে আপনি আলাদা করতে পারবেন ঠিকই, কিন্তু ব্যবহারকারীরা সহজে আপনার পেজটাকে খুঁজে পাবে না। মানুষের খুঁজে পাওয়ার অভ্যাস টা মাথায় রাখতে হবে। অর্থাৎ facebook বা google এ মানুষ কি লিখে সার্চ করবে সেটা মাথায় রেখে আপনার পেজের নাম এবং ইউ আর এল ঠিক করতে হবে। এক্ষেত্রে যদি পরিচিত ব্র্যান্ড হয় তাহলে সে নাম দিয়েই পেজ খোলা যাবে। আর যদি মাথায় ব্র্যান্ডের চিন্তা না থাকে তাহলে ইউআরএল বা পেজের নাম যতটুকু পারবেন সাদাসিধে রাখার চেষ্টা করতে হবে।

ফেসবুক পেজে লাইক কমেন্ট করুন

আপনার ফেসবুক পেজে অন্যের লাইক কমেন্ট এর আশা করে বসে না থেকে আপনার পেজের প্রোফাইল থেকে অন্যজনের পেজের ভালো ভালো পোস্ট গুলাতে লাইক ও গঠনমূলক কমেন্ট করতে থাকুন। এক শব্দে বা এলোমেলো কিছু লিখে শুধু নিজের পেজের নামটা দেখাতে যাবেন না। এতে করে আপনার পেজটার প্রতি কারো কোন আগ্রহ জন্মাবে না। পেজের অর্গানিক গ্রোথ বাড়ানোর জন্য আপনার পেজটা যেন শুরুতে সবার বন্ধু হিসেবেই থাকে।

ফেসবুক পেজে গ্রুপ যোগ করুন

পেজের ফ্যান ফলোয়ার বার্থডে শুরু করলে তারা সবাইকে একসাথে নিচে নিয়ে আনার চেষ্টা করতে হবে। তাদের মতামত কিংবা পোস্ট শেয়ার করার জন্য একটা আলাদা করে গ্রুপ বানাতে পারেন। এই গ্রুপের কারণেও অর্গানিক লাইক বাড়তে পারে।

ফেসবুক পেজ লাইভ

সাধারণ পোস্ট বা ভিডিওর চাইতে দশগুণ বেশি রিচ পাওয়া যায় ফেসবুক লাইভ ভিডিও গুলোতে। সেজন্য নিজের সাথে মানানসই কোন ধরনের আইডিয়া পেলে সেটার লাইভ করার চেষ্টা করতে হবে। ফেসবুক লাইভ ভিডিওগুলোকে এখনো তাদের নিউজ ফিডে সব ওপরে রাখার চেষ্টা করে থাকে। এক্ষেত্রে কোন সেবা বা পণ্যের ডেমো কিংবা মজার কোন ধরনের টিউটোরিয়াল ও দেখাতে পারেন।

ফেসবুক পোস্ট এর মাপ

একটা আদর্শ অর্গানিক ফেসবুক পোস্ট এর দৈর্ঘ্য হচ্ছে ৪০ থেকে ৮০ টি অক্ষর (ইংরেজিতে, স্পেস সহকারে)। অল্প কথার মধ্যে তথ্য বেশি দিতে পারলেই সেটার রিচ ফেসবুক বাড়িয়ে দেয়।

ফেসবুক পেজে ভুল তথ্য নয়

পেজের এনগেজমেন্ট বাড়ানোর জন্য কোন উল্টাপাল্টা খবর কিংবা ভুল কোন কিছু পোস্ট করা থেকে বিরত থাকবেন। ফেসবুক এখন ভুয়া তথ্য নিয়ে বেশ সরব। ভুল তথ্যের যদি রিপোর্ট পাই তাহলে দেখা যাবে যে আপনার পেজটা লাল তালিকায় চলে গেছে।

সময় জ্ঞান সম্পর্কে সচেতনতা

পেজের অনুসারী বা গ্রাহকদের রুটিন বা অভ্যাস বুঝে নিতে হবে। সেই অনুযায়ী পোস্ট করার সময় বেছে নিতে হবে। এক এক ধরনের পেজে ব্যবহারকারীদের এঙ্গেজমেন্ট এর সময়টা ও এক এক রকম হয়ে থাকে। যেমন খাবার ডেলিভারি সংক্রান্ত যদি পেজ হয়ে থাকে তাহলে সকাল বা বিকালের সময় পোস্ট করতে হবে, মধ্যরাতে না।

ফেসবুক পেজে ইনস্ট্যান্ট রিপ্লাই

আপনার বিজনেস পেজে ইনবক্স করার সাথে সাথেই যেন কোন না কোন তথ্য ক্রেতারা পায়, সেজন্য অটোমেটিক রিপ্লাই এর ব্যবস্থা রাখতে হবে। পেজের সেটিংসে গিয়ে বাম পাশের মেসেজ অপশনে যেতে হবে। সেখানে গিয়ে রেসপন্স অ্যাসিস্ট্যান্ট সিলেক্ট করে সেন্ড ইনস্ট্যান্ট রিপ্লাইস সিলেক্ট করতে হবে। চেঞ্জ এ ক্লিক করে বার্তাটি নিজের মতো করে লিখুন। আপনার গ্রাহক বা ক্রেতারা যদি এদেশেরই হয়ে থাকে তাহলে অভ্যর্থনার কথাগুলো বাংলাতেই লিখতে পারেন। সবশেষে সেভ করতে হবে।

ফেসবুক পিক্সেল

আপনার আলাদা যদি ওয়েবসাইট থাকে তাহলে সেই ওয়েবসাইটের ফেসবুক পেজের জন্য ফেসবুক পিক্সেল অপশনটা ব্যবহার করতে হবে। এর জন্য কিছুটা আইটি জ্ঞান থাকতে হবে। পিক্সেল বলতে একটা ছোট কোড কে এখানে বোঝানো হয়েছে যা থাকবে আপনার ওয়েবসাইটে। সেই কোডের মাধ্যমে আপনার ওয়েবসাইট ভিজিট করে থাকা গ্রাহকদের তথ্য ফেসবুক পাবে।

আরো পড়ুনঃ সেরা ফেসবুক টিপস ও ট্রিকসের ২০ টি মেগা কালেকশন

সেই অনুযায়ী টার্গেট অডিয়েন্স ঠিক করতে পারবেন। অর্থাৎ আপনার ওয়েবসাইটের মধ্যে যারা মাঝেমধ্যে ঢু মারে, তারাই যেন বেশি বেশি আপনার ফেসবুকের পোস্ট দেখতে পাই সেটাই ফেসবুক পিক্সেল করে।

পেজ বুস্ট করার জন্য কত টাকা খরচ হয়| ফেসবুক পেজ বুস্ট করার জন্য সর্বনিম্ন খরচ কত টাকা

আসলে ফেসবুক পেজ বুস্ট করার জন্য কত টাকা খরচ হয় বা ফেসবুক পেজ বুস্ট করার জন্য সর্বনিম্ন খরচ কত টাকা হয় সে সম্পর্কে এখন আপনাদের জানাবো। আপনার ফেসবুক পেজ বুস্ট করার জন্য খরচ হবে ডলার রেট এর উপর। বর্তমানে যদিও ডলার রেট বেশি সেজন্য ডলার রেট যখন যেরকম হবে তখন তেমনি আপনার খরচ হবে। তবে ডলার রেটের সাথে বিভিন্ন প্রকার ভ্যাট যুক্ত হয়। যার কারণে আরও বেশি টাকা দিতে হয়। পেজ বুস্ট দেয়ার জন্য কয়েক সেন্ট ও আপনি খরচ করতে পারবেন। অর্থাৎ ১০০ সেন্টে হয় ১ ডলার।

ফেসবুক পেজ বুস্ট করলে কি হয়

আর্টিকেলটির উপরে আমরা ফেসবুক পেজ বুস্ট করার ১০টি নিয়ম সম্পর্কে জেনেছি। এখন ফেসবুক পেজ বুস্ট করলে কি হয় সে সম্পর্কে জানব। বুস্টিং বলতে সাধারণত পোস্ট বুস্ট করাকে বুঝিয়ে থাকে। আর ফেসবুক পেজ বুস্ট করলে আপনার ছবি এবং পোস্টের এনরিচ বাড়বে।

আরো পড়ুনঃ ফেসবুক থেকে আই করার উপায়

অর্থাৎ কোন ব্যক্তি যদি আপনার ফেসবুক পেইজে নাও থাকে তারপরও সে ব্যক্তি আপনার পোস্টগুলো দেখতে পারবে। প্রোডাক্ট বেইজ কোন পোস্ট হয়ে থাকলে সেটা বুস্ট করার সাথে সাথে অনেক গুণ সেল বৃদ্ধি পাবে।

শেষ কথাঃ ফেসবুক পেজ বুস্ট করার ১০টি নিয়ম

ফেসবুক পেজ বুস্ট করার ১০টি নিয়ম পেজ বুস্ট করার জন্য কত টাকা খরচ হয় ফেসবুক পেজ বুস্ট করার জন্য সর্বনিম্ন খরচ কত টাকা সে সম্পর্কে জানতে হলে আমাদের পুরো পোষ্টটি ভালোভাবে পড়ুন, আশা করি সবকিছু ভালোভাবে বুঝতে পারবেন। ফেসবুক পেজ বুস্ট করার ১০টি নিয়ম সম্পর্কে সবার আগে জানতে হলে আমাদের সাথেই থাকুন।

আজ আর নয়, ফেসবুক পেজ বুস্ট করার ১০টি নিয়ম সম্পর্কে আপনার কোন কিছু জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আশা করি আমরা আপনার উত্তরটি দিয়ে দেবো। তাহলে আমাদের আজকের এই ফেসবুক পেজ বুস্ট করার ১০টি নিয়ম সম্পর্কে পোস্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনার ফেসবুক ইন্সটাগ্রাম প্রোফাইলে আমাদের পোস্টটি শেয়ার করতে পারেন। ধন্যবাদ। ২৩৭৬৬

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url