কোরবানির পশু কেমন হতে হবে -কোরবানির পশু নির্বাচন
মুসলমান হিসেবে প্রতিটা সামর্থ্যবান মুসলমানকে কুরবানীর পশু কেমন হতে হবে এবং কুরবানীর পশু নির্বাচন সম্পর্কে জানতে হবে। আমাদের সবার জানা দরকার কোরবানির পশু কেমন হতে হবে এবং কোরবানির পশু নির্বাচন করার পদ্ধতি। তাই আজকে আমরা এই পোস্টে আলোচনা করব কোরবানির পশু কেমন হতে হবে এবং কোরবানির পশু নির্বাচন সম্পর্কে।
তাহলে চলুন দেরী না করে জেনে নেই, কোরবানির পশু কেমন হতে হবে এবং কোরবানির পশু নির্বাচন পদ্ধতি।
সূচিপত্রঃ কোরবানির পশু কেমন হতে হবে -কোরবানির পশু নির্বাচন
- কোরবানির পশু কেমন হতে হবে
- কোরবানির পশু নির্বাচন
- বাজারে সুস্থ গরু চেনার উপায়
- অসুস্থ গরু চেনার উপায়
- শেষকথাঃ কোরবানির পশু কেমন হতে হবে -কোরবানির পশু নির্বাচন
কোরবানির পশু কেমন হতে হবে
শরীয়ত যে ধরনের পশু পছন্দ করে সে মোতাবেক কোরবানি দিতে হবে। যেমন - গরু, ছাগল, মহিষ, ভেড়া ইত্যাদি দিয়ে। কোরআনের ভাষায় এ ধরনের পশু কে 'বাহিমাতুল আনআম অর্থাৎ ও হিংস্র গৃহপালিত চতুষ্পদ জন্তু' বলা হয়। আল্লাহ তা'লা এই প্রসঙ্গে বলেন, ' আমি প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য কোরবানির নিয়ম নির্ধারণ করে দিয়েছি। জীবন উপকরণ স্বরূপ যেসব তাদের " বাহিমাতুল আনআম" দিয়েছি তারা যেন সেগুলোর উপর আল্লাহর নাম উচ্চারণ করে।' (সুরা হজ, আয়াত ৩৪)
আরো পড়ুনঃ জিলহজ্জ মাসের ক্যালেন্ডার ১৪৪৩
কোরবানির পশু কেমন হতে হবে এ প্রসঙ্গে হযরত জাবের (রা:) থেকে বর্ণিত হাদীসে রসূল (সাঃ) বলেছেন, ' তোমরা নির্দিষ্ট বয়সের কোরবানির পশুর নির্বাচন করার চেষ্টা করো' যদি সেরকম না পাও তাহলে অন্তত ছয় মাসের দুম্বা কোরবানি করতে পারো। (মুসলিম)'
ফকিহরা বলেন, ইসলামী শর্ত অনুযায়ী গরু-মহিষের বয়স দুই বছর, উট এর বয়স ৫ বছর, ভেড়া ছাগল দুম্বা এগুলোর বয়স এক বছর হওয়া লাগবে। দেখতে হৃষ্টপুষ্ট কিন্তু বয়স কম এরকম পশু দিয়ে বিশেষজ্ঞরা কোরবানি করা জায়েজ হবার পক্ষে মত দিয়েছেন।
আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু সাল্লাম গরু, মহিষ, ছাগল, ভেড়া, উট, দুম্বা এগুলো ছাড়া কোন পশু কোরবানি করেননি বা এগুলো ছাড়া অন্য কোন পশু কোরবানি দেওয়ার অনুমোদন ও করেননি। সে ক্ষেত্রে আমাদের এইসব পশু দিয়েই কোরবানি করা সুন্নত।
কোরবানির পশু নির্বাচন
কোরবানির পশু নির্বাচন করার সময় অবশ্যই সুস্থ সবল এবং গৃহপালিত পশু নির্বাচন করে কোরবানি করতে হবে। খাসি, বকরি, পাঠা, ষাঁড়, দুম্বা, বলদ, মহিষ, গাভী, উট এই কয় প্রকার পশু দিয়ে কোরবানি করতে পারবেন। কোন ধরনের বন্য পশু যেমন হরিণ এই ধরনের পশু দিয়ে কোরবানি দেয়া যাবে না।
হযরত জিব্রাইল (আঃ) তার প্রিয় পুত্র কে কোরবানির জন্য হাজির করার মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছেন যে, প্রিয় বস্তু দ্বারা কুরবানী করতে হবে। মহান আল্লাহ তা'আলা বলেন, ' তোমরা তোমাদের প্রিয় বস্তু উৎসর্গ করা ছাড়া কখনোই সৎকর্মশীলতায় পৌঁছাতে পারবে না'। (আল ইমরানঃ ৯২)। এ থেকে বোঝা যায় যে কোরবানির পশু দোষমুক্ত হতে হবে।
আরো পড়ুনঃ জিলহজ্জ মাসের ১০ তারিখ ২০২২
কাজেই কিছু নিয়ম মেনে আসন্ন কোরবানির ঈদে কোরবানির পশু ক্রয়ের জন্য বিশেষ প্রয়োজন। সেক্ষেত্রে খাসি, বকরি, পাঠা, দুম্বা, ভেড়া এরা পূর্ণ এক বছরের কম বয়সের হলে এদের দিয়ে কুরবানী আদায় করা হবে না। তবে ছয় মাসের বেশি দুম্বার বাচ্চার বয়স যদি মোটা তাজা হবার জন্য এক বছরের বাচ্চার মত দেখায় তাহলে সেটা কোরবানি করা বৈধ হবে। উট এর বয়স কমপক্ষে পাঁচ বছর এবং গরু-মহিষের বয়স দুই বছর হতে হবে।
বাজারে সুস্থ গরু চেনার উপায়
- গরুকে ধরতে গেলে ধরতে দেবে না, নড়াচড়া করবে।
- স্বাভাবিক ইউরিনেশন হবে এবং সব সময়ই জাবর কাটতে থাকবে।
- গরুর কান গুলো খাড়া খাড়া থাকবে, খুব চঞ্চল হবে।
- লেজ নাড়াচাড়া করবে এবং চোখ দুটো উজ্জ্বল হবে।
- তাপমাত্রা, সুস্থ পশুর শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক হবে।
- মুখ হালকা আদ্র থাকবে।
- খোড়া রোগ আছে কিনা সেটা দেখতে হবে।
অসুস্থ গরু চেনার উপায়
গরু খুব কম সময়ে অসাধু ব্যবসায়ীরা মোটাতাজা করার জন্য ঈদের ২০-২৫ দিন আগে থেকে স্টেরয়েড জাতীয় ওষুধ খাওয়াতে শুরু করেন। এ সময় অতিরিক্ত ডোজ খাওয়ানোর ক্ষেত্রে গরুর শরীরের স্বাভাবিক প্রক্রিয়া নষ্ট হতে থাকে। কিডনি, ফুসফুস, হূৎপিণ্ড এইসব এর কাজকর্ম বিনষ্ট হতে থাকে।
আরো পড়ুনঃ জিলহজ্জ মাসের প্রথম ১০ দিনের আমল
এক্ষেত্রে গরুর শরীরে পানি জমে শরীর ফুলে ওঠার কারণেই সাধারণ লোকজন গরুর অসুস্থতা সহজেই বুঝে নেই। সে ক্ষেত্রে অসুস্থ গরু চেনার উপায় হচ্ছে-
- গরুর অসাভাবিক দ্রুত শ্বাস-প্রশ্বাস নেওয়া
- গরুর গম্ভীর হয়ে যাওয়া
- স্বাভাবিকের ন্যায় তাপমাত্রা বেড়ে যায়
- সব সময় বসে থাকে এবং সহজে উঠতে চায় না
শেষকথাঃ কোরবানির পশু কেমন হতে হবে -কোরবানির পশু নির্বাচন
কোরবানির পশু কেমন হতে হবে এবং কোরবানির পশু নির্বাচন সর্ম্পকে জানতে হলে আমাদের পুরো পোস্টটি পড়ুন। কোরবানির পশু কেমন হতে হবে এবং কোরবানির পশু নির্বাচন সম্পর্কে সবার আগে জানতে হলে আমাদের সাথে থাকুন। কোরবানির পশু কেমন হতে হবে এবং কোরবানীর পশু নির্বাচন সম্পর্কে জানতে হলে আমাদের পুরো আর্টিকেলটি ভালভাবে পড়ুন, আশা করি সবকিছু ভালোভাবে বুঝতে পারবেন।
আজ আর নয়, কোরবানির পশু কেমন হতে হবে এবং কোরবানির পশু নির্বাচন এ বিষয়ে আপনার যদি কোন কিছু জানার থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। কোরবানীর পশু কেমন হতে হবে এবং কোরবানীর পশু নির্বাচন এ বিষয়ে সবাইকে জানানোর জন্য আমাদের পোস্টটি শেয়ার করতে পারেন। কোরবানির পশু কেমন হতে হবে এবং কোরবানীর পশু নির্বাচন পোস্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনার ফেসবুক ইনস্টাগ্রাম প্রোফাইল এ আমাদের পোস্ট টি শেয়ার করতে পারেন। এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।
